Bootstrap Image Preview
ঢাকা, ১৪ বুধবার, মে ২০২৫ | ৩১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বিদেশের মাটিতে একটি হলেও টেস্ট জিততে চান ডমিঙ্গো

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ জানুয়ারী ২০২০, ১১:৩৭ AM
আপডেট: ১৭ জানুয়ারী ২০২০, ১১:৩৭ AM

bdmorning Image Preview


টেস্ট ক্রিকেটে উন্নতির জন্য ভারতকে অনুসরণ করুক বাংলাদেশ, চাওয়া দলটির প্রধান কোচ রাসেল ডমিঙ্গোর। সঙ্গে চলতি বছর বিদেশের মাটিতে একটি হলেও টেস্ট জিততে চান দক্ষিণ আফ্রিকান এই কোচ।

দীর্ঘ পরিসরের ক্রিকেটে গত তিন-চার বছরে বেশ উন্নতি করেছে ভারত। বর্তমানে আইসিসির টেস্ট র‍্যাঙ্কিংয়ে এক নম্বরে রয়েছে বিরাট কোহলির নেতৃত্বাধীন দলটি। যেখানে বাংলাদেশের অবস্থান নয় নম্বরে।

কয়েক বছর আগেও স্পিনারে নির্ভরশীল ছিল ভারত। কিন্তু জাসপ্রিত বুমরাহ, ইশান্ত শর্মা, মোহাম্মদ শামি, উমেশ যাদব, ভুবনেশ্বর কুমারদের নিয়ে বর্তমানে বিশ্বের অন্যতম সেরা পেস বোলিং আক্রমণ ভারতের। ঘরে-বাইরে; সবখানেই দাপট দেখিয়ে চলছে দলটি।

ঘরোয়া ক্রিকেটের অবকাঠামো পরিবর্তনের মাধ্যমেই এটা সম্ভব হয়েছে বলে মনে করেন ডমিঙ্গো। প্রোটিয়া এই কোচ বলেন, 'টেস্ট ক্রিকেটে বিশেষ করে ভারতের দিকে তাকান। তারা কীভাবে খেলছে এবং গত তিন-চার বছরে তাদের ক্রিকেট কতোটা উন্নতি করেছে। এমন কিছু করতে আমরা আগ্রহী হতে পারি।'

'ঘরোয়া ক্রিকেটে তারা যেমন উইকেট প্রস্তুত করছে, একদল পেসারকে তৈরি করেছে এবং তাদের দল নির্বাচনেও রয়েছে ধারাবাহিকতা। ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ থেকে আমরা অনেক শিখতে পারি।' যোগ করেন ডমিঙ্গো।

২০০০ সালে টেস্ট অভিষেক হয় বাংলাদেশের। এখন পর্যন্ত ১১৭টি টেস্ট ম্যাচ খেলেছে দলটি।  যেখানে মাত্র ১৩টি ম্যাচে জয়ের দেখা পেয়েছে তারা। এই জয়ের সিংহভাগই ঘরের মাঠে। মাত্র চারটি ম্যাচ বিদেশের মাটিতে জিতেছে বাংলাদেশ।

টেস্ট চ্যাম্পিয়নশিপে চলতি বছর ১২টি টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ। যার মধ্যে পাকিস্তান এবং শ্রীলঙ্কায় পাঁচটি ম্যাচ খেলবে তারা। এই দুই সিরিজে একটি ম্যাচ হলেও জিততে চান ডমিঙ্গো।

তিনি বলেন, 'সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে আমরা টেস্টে কতোটা পিছিয়ে। দীর্ঘ সময় ধরে আমাদের রেকর্ড খুব একটা ভালো না। ঘরের বাইরে একটি টেস্ট ম্যাচ জেতা বাংলাদেশের জন্য অনেক বড় চ্যালেঞ্জ। এই বছর আমাদের প্রাধান্যের মূলে ছিল এটা।'

৭ ফেব্রুয়ারি থেকে রাওয়ালপিন্ডিতে শুরু হবে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট ম্যাচটি শুরু হবে আগামী ৫ এপ্রিল।

Bootstrap Image Preview