ইউক্রেনগামী বিমান বিধ্বস্তের ঘটনা নিয়ে মিথ্যা বলায় এবং জড়িতদের তথ্য প্রকাশ করতে দেরী হওয়ায় ইরানের সেনাবাহিনীকে ক্ষমা চাইতে বললেন দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি। আল জাজিরার এক প্রতিবেদনে এই খবর পাওয়া গেছে।
বুধবার ইরানের রাষ্ট্রীয় টেলিভেশনে জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে তিনি বলেন, ‘সেনাবাহিনী যদি তথ্য প্রকাশে দেরী করে থাকে, তাহলে তাদেরকে ক্ষমা চাওয়ার সুযোগ দিন।’
পাশাপাশি, বিমান বিধ্বস্তের ঘটনা নিয়ে ইরানের জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানান তিনি। ক্ষেপণাস্ত্র হামলায় বিমান বিধ্বস্তের ঘটনায় এপর্যন্ত ৩০ জনকে আটক করেছে ইরান।
ভাষণে তিনি আরো বলেন, ‘মধ্যপ্রাচ্যে মার্কিন সেনারা আজ বিপদের মধ্যে রয়েছে, আগামীতে ইউরোপিয়ান সেনারা বিপদে পড়তে পারে।’ তবে কী ধরনের বিপদের বিষয়ে ইঙ্গিত করেছেন, তা স্পষ্ট করেননি তিনি।