প্রথমে টেস্টই খেলতে পাকিস্তান যেতে চায়নি বাংলাদেশ। কিন্তু শেষ পর্যন্ত টেস্ট, টি-টোয়েন্টির সঙ্গে একটি ওয়ানডেও খেলতে পাকিস্তানে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ক্ষতি পোষাতে ওয়ানডে ম্যাচটি খেলতে রাজি হয়েছে বাংলাদেশ, জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।
তিন ভাগে পাকিস্তান সফরে যাবেন তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদরা। সফরে প্রথমবার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলে দেশে ফিরে আসবে বাংলাদেশ। এর পরের দফায় একটি টেস্ট খেলবে সফরকারীরা। তৃতীয় দফায় দ্বিতীয় টেস্ট ম্যাচের আগে একটি ওয়ানডে ম্যাচ খেলবে দুই দল।
মূলত টেস্টের আগে প্রস্তুতির জন্যই একটি ওয়ানডে খেলতে চেয়েছে বাংলাদেশ। সঙ্গে পিসিবির তিন দফায় সিরিজ আয়োজনের কারণে আসন্ন আর্থিক ক্ষতি কিছুটা পোষাতে চাইছে বিসিবি, জানান বিসিবি সভাপতি।
বুধবার নাজমুল হাসান বলেন, ‘একটা টেস্ট এবং টি-টোয়েন্টি খেলে আসা যায় কিনা, ওদের প্রস্তাব ছিল। আমরা বলেছি শুধু টি-টোয়েন্টি খেলে চলে আসতে চাই। তারপর একটা সময় আবার যাবো। পাকিস্তানের বেশ ক্ষতি হচ্ছে। পাকিস্তানে গিয়ে পাকিস্তানের মাটিতে খেলার আগে আমাদের একটা প্রস্তুতি ম্যাচ দরকার ছিল। ওরা বলেছিল টি-টোয়েন্টি করা যায় কিনা।’
‘টি-টোয়েন্টি হলে তাদের কিছুটা পোষাবে। তিনবারে একটা টুর্নেমেন্ট আয়োজন করায় তাদের জন্য অনেক খরচ বেড়ে গেছে। এতো সময়ও নেই যে তারা নতুন করে মার্কেটিং করতে পারবে। আমাদের কাছে মনে হয়েছে টি-টোয়েন্টির চেয়ে একটা ওয়ানডে ম্যাচ হলে অনুশীলনটা একটু ভালো হবে।’ যোগ করেন তিনি।
২৪ জানুয়ারি থেকে শুরু হবে বাংলাদেশ-পাকিস্তানের টি-টোয়েন্টি সিরিজটি, শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে ২৭ জানুয়ারি। ৭-১১ ফেব্রুয়ারি রাউলাপিন্ডিতে প্রথম টেস্ট খেলবে বাংলাদেশ-পাকিস্তান। ৫-৯ এপ্রিল অনুষ্ঠিত হবে দ্বিতীয় টেস্ট ম্যাচটি। এর আগে ৩ এপ্রিল একমাত্র ওয়ানডে খেলবে দুই দল।