Bootstrap Image Preview
ঢাকা, ০৫ সোমবার, মে ২০২৫ | ২১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ইরানে ফ্লাইট চালু রাখার ঘোষণা দিল কাতার এয়ারওয়েজ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ জানুয়ারী ২০২০, ১০:০১ AM
আপডেট: ১৬ জানুয়ারী ২০২০, ১০:০১ AM

bdmorning Image Preview


কাতারের রাষ্ট্রীয় বিমান পরিবহন সংস্থা- কাতার এয়ারওয়েজ ইরানে তাদের ফ্লাইট আগের মতোই চালু রাখবে বলে ঘোষণা করেছে।

কাতার এয়ারের নির্বাহী পরিচালক আকবার আল-বাকের বলেছেন, মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক উত্তেজনা বৃদ্ধি ইরানে কাতার এয়ারের ফ্লাইট চলাচলের ওপর কোনো প্রভাব ফেলবে না।

এর আগে সংযুক্ত আরব আমিরাতের বিমান পরিবহন সংস্থা- এমিরেটস ঘোষণা দিয়েছিল, ইরানের আকাশসীমা ব্যবহার করে তাদের আন্তর্জাতিক ফ্লাইটগুলো আগের গতিপথে চলাচল করবে। সাম্প্রতিক উত্তেজনাকর পরিস্থিতির কারণে এমিরেটসের বিমানের রুট পরিবর্তন করা হবে না।

সম্প্রতি আমেরিকার সঙ্গে তীব্র উত্তেজনা সৃষ্টির প্রেক্ষাপটে মানবীয় ভুলের কারণে ইরানের রাজধানী তেহরানের অদূরে ইউক্রেনের একটি যাত্রীবাহী বিমানকে গুলি করে ভূপাতিত করা হয়।ওই ঘটনার পর কয়েকটি ইউরোপীয় বিমান পরিবহন সংস্থা ঘোষণা করেছে, তারা এখন থেকে বিমান পরিচালনার ক্ষেত্রে ইরানের আকাশসীমা এড়িয়ে চলবে।

Bootstrap Image Preview