Bootstrap Image Preview
ঢাকা, ১৩ মঙ্গলবার, মে ২০২৫ | ৩০ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ইজতেমা মাঠে পাওয়া এই দুই শিশু ঠিকানা জানে না!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ জানুয়ারী ২০২০, ১০:৩০ PM
আপডেট: ১৫ জানুয়ারী ২০২০, ১০:৩০ PM

bdmorning Image Preview
সংগৃহীত


টঙ্গী ইজতেমা ময়দানে প্রায় তিন বছর বয়সী ফুটফুটে দূরন্ত দুই শিশুকে পাওয়া গেছে। তাদের একজনের নাম সূর্য ও অন একজনের নাম হাফিজাতুল জান্নাত। প্রায় সমবয়সী এ দুই শিশু গত মঙ্গলবার বিকালের দিকে ইজতেমা ময়দালে খেলা করছিল বলে জানা যায়।

ইজতেমায় পুলিশ নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা গেছে, ওই দুই শিশু তাদের ঠিকানা বলতে না পারায় ইজতেমার মুসল্লিরা মঙ্গলবার বিকালে তাদের পুলিশ নিয়ন্ত্রণ কক্ষে দিয়ে যায়। পরে মঙ্গলবার সন্ধ্যায় ওই দুই শিশুকে পুলিশের নিয়ন্ত্রণ কক্ষ থেকে টঙ্গী পশ্চিম থানা পুলিশের হেফাজতে দেয়া হয়।

বুধবার রাতে (১৫ জানুয়ারি) এ ব্যাপারে টঙ্গী পশ্চিম থানায় যোগাযোগ করা হলে থানার ওসি (তদন্ত) মো. দেলোয়ার হোসেন জানান, শিশু দুটি থানায় অভিভাবকদের জন্য কান্নাকাটি করছে। তারা ঠিকানা বলতে পারছে না। শিশু হাফিজা শুধু বাবার নাম হাবিবুর রহমান ও মাতার নাম সাজেদা বলতে পারছে। তাদের অভিভাবকদের সন্ধানের জন্য বিভিন্ন থানায় ইতিমধ্যে ম্যাসেজ দেয়া হয়েছে।

Bootstrap Image Preview