টাইগারদের পাকিস্তান সিরিজ নিয়ে শুরু থেকেই আলোচনা-সমালোচনা হয়ে আসছে। অবশেষে চূড়ান্ত হয়েছে পাকিস্তান সিরিজ।পাকিস্তানের মাটিতে টেস্ট ,টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ খেলবে টাইগাররা।
কিন্তু মুশফিকদের এই সিরিজের সময়সূচি বেশ জটিল। সেটা অস্বীকার করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবিও। তিন দফায় তিন বার পাকিস্তান সফর করবে বাংলাদেশ। এই রকম সূচিতে এই প্রথম কোন সিরিজ খেলতে যাচ্ছে টাইগাররা।
টাইগারদের এই পাকিস্তান সফরের সূচি নিয়ে চারিদিকে বেশ সমালোচনা হচ্ছে। কিন্তু সেটি মোটেও ভালো চোখে দেখছেন না বিসিবির বস নাজমুল হাসান পাপন।
পাকিস্তান সফর প্রসঙ্গে সভাপতি দেশে ফিরে জানিয়েছেন, 'আমরা আমাদের আগের অবস্থানেই আছি। যারা সমালোচনা করেছেন কেনো করছেন সেটা তারাই ভাল জানেন। বাড়তি ওয়ানডে খেলা না খেলা নিয়ে কথা হওয়ার কারণ দেখি না।পিসিবি সিরিজের ক্ষতি পুষিয়ে নিতে ওটা বাড়তি যোগ করেছে।'
তিনি আরও বলেন, আমি জানি না এটা কেন বলছে। ওরা কখনই বলেনি আমরা টি-টোয়েন্টি খেলে আসবো। ওরা প্রথমে বলেছে ফুল সিরিজ খেলতে হবে। পরে বলেছে আগে টেস্ট খেলতে হবে। এখন এটা তারা (সমালোচকরা) কেন বলছে এটার কোনো কারণই খুঁজে পাচ্ছি না। আমার কাছে এটা অদ্ভুত লাগছে। আমরা যেটা বলেছি আমার মনে হয় এটাই হয়েছে। আমি যেদিন প্রথম মিডিয়াতে বলেছি, এটাই বলেছি আমরা প্রথমে যাবো টি-টোয়েন্টী খেলে আসবো পরে আমরা টেস্ট খেলবো।'
২৪ জানুয়ারি লাহোরে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি।একই ভেন্যুতে ২৫ এবং ২৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে বাকি দুটি ম্যাচ। সবগুলো ম্যাচের ভেন্যু লাহোর। টি-টোয়েন্টি খেলে দেশে ফিরবে বাংলাদেশ। আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে পাকিস্তানের বিপক্ষে দুটি টেস্ট খেলবে বাংলাদেশের। তবে দুই ভাগে টেস্ট সিরিজটি অনুষ্ঠিত হবে।
৭-১১ ফেব্রুয়ারি রাউলাপিন্ডিতে প্রথম টেস্ট খেলবে বাংলাদেশ। এরপর দেশে ফিরে আসবেন মাহমুদউল্লাহ-তামিমরা। এরপর এপ্রিলে হবে তৃতীয়ভাগ। ৫-৯ এপ্রিল অনুষ্ঠিত হবে দ্বিতীয় টেস্ট ম্যাচটি।