গত বছর সবমিলিয়ে ১৮৪ জনের গর্দান নিয়েছে সৌদি আরব। এই সংখ্যা গত ছয় বছরের মধ্যে সর্বোচ্চ। মানবাধিকার বিষয়ক সংস্থা রিপ্রিভের বরাত দিয়ে এ খবর জানিয়েছেন কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরা।
গত সোমবার এক বিবৃতিতে রিপ্রিভ জানায়, ২০১৯ সালে সৌদি আরবে ১৮৪ জনের শিরশ্ছেদ কার্যকর করা হয়েছে। এদের মধ্যে ৮৮ জনই সৌদি নাগরিক এবং ৯০ জন বিদেশি। বাকি ছয়জনের জাতীয়তা সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।
মানবাধিকার সংস্থাটি আরো জানায়, গত বছরের ২৩ এপ্রিল এক দিনেই ৩৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি। এদের মধ্যে তিনজন অপরাধ করার সময় অপ্রাপ্তবয়স্ক ছিলেন।
এসব মৃত্যুদণ্ড কার্যকর করার ঘটনায় সৌদি যুবরাজ মোহম্মদ বিন সালমানের ব্যাপক নিন্দা করেছে রিপ্রাইভ। এক বিবৃতিতে এই মানবাধিকার গোষ্ঠীর পরিচালক মায়া ফোয়া বলেন, ‘এটি মোহাম্মদ বিন সালমানের কুকীর্তির আরও একটি মারাত্মক মাইলফলক। এই ঘটনা এটাই প্রমাণ করে যে, সৌদি শাসকরা কোনো আন্তর্জাতিক আইনের তোয়াক্কা করেন না।’