Bootstrap Image Preview
ঢাকা, ১৫ বৃহস্পতিবার, মে ২০২৫ | ৩১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বিপিএলে পারফরম্যান্স করেই টি-টোয়েন্টি দলে ফিরতে চান ইমরুল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ জানুয়ারী ২০২০, ০৩:৪৮ PM
আপডেট: ১৫ জানুয়ারী ২০২০, ০৩:৪৮ PM

bdmorning Image Preview


বিপিএলের সপ্তম আসরে দলগত পারফরম্যান্স করেই ফাইনাল খেলবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। এমনটাই প্রত্যাশা ইমরুল কায়েসের। সেই সাথে আসরের টপ স্কোরার হতে চান এ বাঁহাতি ব্যাটসম্যান। আর সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় জাতীয় দলে সুযোগ পেলে সামর্থ্যের সেরাটা দেয়ার প্রত্যয় ইমরুলের। 
 

বিপিএলের এবারের আসরে জয় দিয়ে মিশন শুরু করে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ঢাকায় প্রথম পর্বে জয়ের ধারাবাহিকতা, চট্টগ্রামেও বজায় রাখে কর্ণফুলী পারের দলটি। সাগরিকার ব্যাটিং প্যারাডাইস উইকেটে, নিজেদের পঞ্চম ম্যাচে কুমিল্লা ওয়ারিয়র্সের বিপক্ষে বিপিএল ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ ২৩৮ রানের পাহাড়সম স্কোর তুলে, দারুণ জয় পায় চ্যালেঞ্জার্স।

এলিমিনেটরে ঢাকা প্লাটুনকে হারিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারের পা রাখে পল নিক্সনের শিষ্যরা। যেখানে তাদের প্রতিপক্ষ রাজশাহী রয়্যালস। আসরে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের নির্ভরতার প্রতীক ইনফর্ম ইমরুল কায়েস। দলগত পারফরম্যান্স করেই সপ্তম আসরের ফাইনালের মঞ্চে খেলবে চ্যালেঞ্জার্স। এমনটাই প্রত্যাশা ইমরুলের।

তিনি বলেন, আমরা যদি ফাইনালটা খেলতে পারি তাহলে অবশ্যই ভালো লাগবে। একমাসের কষ্টটা সাকসেস হবে।

আসরে চ্যালেঞ্জার্সের হয়ে দুর্দান্ত ব্যাটিং উপহার দেন ইমরুল। ১২ ম্যাচে ১৩৩ দশমিক ৬৩ স্ট্রাইক রেটে, ৪ ফিফটিতে ৪৩৭ রান করে এখন পর্যন্ত শীর্ষ চারে এই বাঁহাতি ব্যাটসম্যান। যেখানে ৪৭০ রান করে শীর্ষে খুলনা টাইগার্সের মুশফিকুর রহিম। তাইতো বাকি ম্যাচ গুলোতে সেরাটা দিতে মুখিয়ে আছেন ইমরুল।

ইমরুল আরও বলেন, ব্যাটিংটা ইনজয় করতেছি, সেই সাথে দলের প্রয়োজনে ব্যাট করাই আমার লক্ষ্য। ভালো ব্যাটিং করলে নিজের মধ্যে ভালো লাগে।

সবশেষ ২০১৭ সালের ২৯ অক্টোবর পচেফস্ট্রুমে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ খেলেন ইমরুল। তবে বিপিএলের পারফরম্যান্স বিবেচনায় আবারো টি-টোয়েন্টি দলে ফেরার প্রবল দাবি তুললেন ইমরুল কায়েস।
 

Bootstrap Image Preview