ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভের ডাক দিয়েছেন দেশটির প্রভাবশালী শিয়া নেতা মুকতাদা সদর। যুক্তরাষ্ট্র বিরোধী এ বিক্ষোভে লাখ লাখ মানুষের সমাবেশ করতে যাচ্ছেন তিনি।
আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি’র এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলায় ইরানি জেনারেল কাসেম সোলেইমানি নিহতের ঘটনার জেরে বিদেশি সেনা সরিয়ে নেওয়ার বিল পাস করে ইরাকি পার্লামেন্ট।
এমন পরিস্থিতিতে দেশটি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের দাবিতে লাখো মানুষের জমায়েতের ডাক দিয়েছেন মুকতাদা সদর। এক টুইট বার্তায় এই শিয়া নেতা বলেন, ‘দখলদার বাহিনী দ্বারা প্রতিদিন ইরাকের আকাশ, মাটি এবং সার্বভৌমত্ব লঙ্ঘিত হচ্ছে।’
তবে এ বিক্ষোভের জন্য এখনো নির্দিষ্ট কোনো দিনক্ষণ ঘোষণা করেননি তিনি। টুইটে মুকতাদা সদর জানান, ইরাকে মার্কিন সেনার উপস্থিতির বিরুদ্ধে শান্তিপূর্ণ মহাসমাবেশ করবেন তিনি।
এদিকে গতকাল মঙ্গলবার রাতে উত্তর বাগদাদের মার্কিন-ন্যাটো যৌথবাহিনীর ঘাঁটিতে রকেট হামলার ঘটনা ঘটে। তবে এ হামলার ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।
তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরাকে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক ব্যয়বহুল বিমান ঘাঁটি তৈরির অর্থ ফেরত না দিলে দেশটি থেকে মার্কিন সেনাদের ফিরিয়ে নেওয়া হবে না। মার্কিন সেনাদের ইরাক ছাড়তে হলে দেশটির ওপর বড় ধরনের নিষেধাজ্ঞা আরোপ করা হবে বলেও হুমকি দেন তিনি।