Bootstrap Image Preview
ঢাকা, ২৬ মঙ্গলবার, আগষ্ট ২০২৫ | ১০ ভাদ্র ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

টেস্ট ও টি-টোয়েন্টির পর পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে খেলবে বাংলাদেশ 

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ জানুয়ারী ২০২০, ০৮:২৬ PM
আপডেট: ১৪ জানুয়ারী ২০২০, ০৮:২৬ PM

bdmorning Image Preview


পাকিস্তান ও বাংলাদেশ সিরিজ নিয়ে সব ধোয়াশ যেন কেটে গেল দুবাইয়ে আইসিসির সভাপতি শশাঙ্ক মনোহরের সাথে বিসিবি ও পিসিবির বোর্ড প্রধানের আলোচনা সভায়। অবশেষে পাকিস্তান যেতে রাজি হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। 

এই সফরে পাকিস্তানের বিপক্ষে দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলার কথা ছিলো মুশফিকদের কিন্তু এখন তাঁর সাথে যুক্ত হয়েছে একটি ওয়ানডেও ম্যাচও। হ্যাঁ, পাকিস্তানের সাথে একটি ওয়ানডে ম্যাচের সিরিজও খেলবে বাংলাদেশ।  তবে পাকিস্তান সফর একবারে হবে না বাংলাদেশের তিন মাসে, তিন দফায় পাকিস্তান যাবে বাংলাদেশ।

নতুন এই সিন্ধান অনুযায়ী  বাংলাদেশ ও পাকিস্তান সিরিজের সূচিঃ এসেছে পরিবর্তন, লাহোরে ২৪ থেকে ২৭ জানুয়ারি তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। আবার ৭ ফেব্রুয়ারিতে রাওয়ালপিন্ডিতে টেস্ট খেলবে বাংলাদেশ দল। 

এরপর দুই মাস বিরতি দিয়ে এপ্রিলে করাচিতে একটি ওয়ানডে ও একটি টেস্ট খেলবে বাংলাদেশ। ৩ এপ্রিল অনুষ্ঠিত হবে একমাত্র ওয়ানডে ম্যাচ। ৫ থেকে ৯ এপ্রিল দ্বিতীয় টেস্ট। 
 

Bootstrap Image Preview