Bootstrap Image Preview
ঢাকা, ২৬ মঙ্গলবার, আগষ্ট ২০২৫ | ১০ ভাদ্র ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সাত উইকেটে হেরে বিপিএলের সপ্তম আসর শেষ হলো মাশরাফির

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ জানুয়ারী ২০২০, ০৬:২৯ PM
আপডেট: ১৩ জানুয়ারী ২০২০, ০৬:২৯ PM

bdmorning Image Preview


বিপিএলের টিকে থাকার লড়াইয়ে হাতে চৌদ্দ সেলাইয়ের ক্ষত না শুকাতেই মাঠে নামেন ঢাকা প্লাটুনের ক্যাপ্টেন মাশরাফি বিন মর্তুজা। নিজের সব টুকু দিয়ে লড়াই করেছেন। কিন্তু শেষ রক্ষা করতে পারেননি। সাত  উইকেটের হার নিয়ে শেষ হলো মাশরাফির সপ্তম বিপিএল।

এলিমিনেটর ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ের শুরুটা ভালো হয়নি ঢাকার। ছন্ন ছাড়া ব্যাটিংয়ে শুরু থেকে চাপের মুখে পড়ে ঢাকা। তিন ব্যাটসম্যানের শূন্য রানে যেন ঢাকাকে বিদায় করার জন্য যথেষ্ঠ ছিলো। তামিম, এনামুল,জাকের আলী,মেহেদী হাসানের ব্যাটিংয়ের বর্ণনা না হয় নাই দিলাম। 

কিন্তু সাদাব খান ও মুমিনুলের ব্যাটিংয়ে কিছুটা প্রতিরোধ গড়ে মাশরাফিরা। মুমিনুল ৩১ ও সাদাব ৬৪ রান করেন। সেই সাথে থিসারা পেরেরার ২৫ রান। সব মিলিয়ে ৮ উইকেট হারিয়ে ২০ ওভারে ১৪৪ রান করে ঢাকা।

১৪৫ রানের জয়ের লক্ষে ব্যাটিং করতে নেমে খুব বেশি চাপে পড়তে হয়নি চট্টগ্রামের। তাদের প্রথম সারির ব্যাটসম্যানদের ধারাবাহিক ব্যাটিংয়ে ১৭ ওভার ৪ বলে ৭ উইকেটের দুর্দান্ত জয় তুলে সেমিফাইনাল নিশ্চিত করে মাহমুদউল্লাহরা।

ব্যাট হাতে গেইল৩৮, জিয়া ২৫, ইমরুল ৩২, মাহমুদউল্লাহ ৩৪ ও ওয়ালটন ১২ রান করেন।

Bootstrap Image Preview