Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শনিবার, মে ২০২৫ | ১৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ঋত্বিক ঘটকের যমজ বোনের প্রাণত্যাগ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ জানুয়ারী ২০২০, ০৩:০৭ PM
আপডেট: ১৩ জানুয়ারী ২০২০, ০৩:০৭ PM

bdmorning Image Preview


প্রখ্যাত চলচ্চিত্রকার ঋত্বিক ঘটকের যমজ বোন প্রতীতি দেবী মারা গেছেন। গতকাল রবিবার (১২ জানুয়ারি) রাত ৮টা ৪০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর।

মায়ের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন প্রতীতি দেবীর মেয়ে আরমা দত্ত। প্রতীতি দেবী শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের পুত্রবধূ এবং সাংসদ আরমা দত্তের মা। প্রতীতি দেবীর লেখা বইয়ের মধ্যে বেশ পরিচিত ‌‘ঋত্বিককে শেষ ভালোবাসা’।

উল্লেখ্য, ১৯২৫ সালের ৪ নভেম্বর পুরান ঢাকার হৃষীকেশ দাস রোডের এক বাড়িতে জন্মগ্রহণ করেন প্রতীতি দেবী। ঋত্বিক ঘটক আর প্রতীতি দেবী ঘটক জন্মেছেন পাঁচ মিনিটের অনুজ সহোদরা হিসেবে। তখন যমজের ডাকনাম রাখা হয় ভবা ও ভবি। ভবা হচ্ছেন ঋত্বিক, ভবি প্রতীতি দেবী। তাদের বাবা সুরেশ ঘটক তৎকালীন ঢাকার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ছিলেন।

Bootstrap Image Preview