Bootstrap Image Preview
ঢাকা, ১৫ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

জাতীয় দলের কেন্দ্রীয় চুক্তি থেকে নিজের নাম সরিয়ে নিলেন মাশরাফি 

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ জানুয়ারী ২০২০, ১১:০২ PM
আপডেট: ১২ জানুয়ারী ২০২০, ১১:০২ PM

bdmorning Image Preview


বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের কাছে ফোন করে কেন্দ্রীয় চুক্তি থেকে নিজের নাম সরিয়ে নিতে বলেছেন টাইগার দলের ওয়ানডে ক্যাপ্টেন মাশরাফি বিন মর্তুজা।

এ প্রসঙ্গে নাজমুল হাসান বলেন, 'মাশরাফির সঙ্গে আমার কথা হয়েছে এই মিটিং শুরু হওয়ার আগে। সে বলেছে কেন্দ্রীয় চুক্তিতে তাকে না রাখতে। সে খেলার মধ্যে আছে কেন্দ্রীয় চুক্তিতে থাকতে চায় না। তাহলে অন্য নতুন কেউ সুযোগ পাবে। আমরা এটা মেনে নিয়েছি। কেন্দ্রীয় চুক্তিতে মাশরাফির নাম থাকছে না।'

কেন্দ্রীয় চুক্তি নিয়ে বিসিবি সভাপতি বলেন, 'কেন্দ্রীয় চুক্তি নিয়ে আমরা আলাপ আলোচনা করেছি। খেলোয়াড়দের তালিকা আজকে একটা দেয়া হয়েছিল আমরা একটু আপডেট করতে বলেছি। কারণ বেশ কিছু কার্ভ আছে। বোর্ডে সবাই আলোচনা করে দেখেছি কিছু পরিবর্তন হওয়া দরকার। নতুন কিছু খেলোয়াড় যারা একটু ভালো খেলছে তাদেরও চুক্তিতে আনা যায় কিনা সেই জিনিসটা দেখা।'

তবে চুক্তি থেকে নিজের নাম সরিয়ে নিলেও ওয়ানডে খেলা চালিয়ে যেতে চান। 

Bootstrap Image Preview