Bootstrap Image Preview
ঢাকা, ০৫ সোমবার, মে ২০২৫ | ২১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

যুক্তরাজ্যের দূতাবাস বন্ধের দাবিতে ইরানি মিলিশিয়াদের তীব্র বিক্ষোভ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ জানুয়ারী ২০২০, ১০:১২ PM
আপডেট: ১২ জানুয়ারী ২০২০, ১০:১২ PM

bdmorning Image Preview


ইরানে অবস্থিত যুক্তরাজ্যের দূতাবাস ঘিরে বিক্ষোভ করেছে দেশটির বাসিজ কট্টরপন্থী মিলিশিয়ারা। রোববার তারা যুক্তরাজ্যের দূতাবাস বন্ধের দাবিতে এ বিক্ষোভ করেছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।

ইরানের সামরিক বাহিনী ইউক্রেনের বেসামরিক বিমান ভুলক্রমে ভূপাতিত করার পর দেশটিতে বিক্ষোভের সময় যুক্তরাজ্যের রাষ্ট্রদূতকে আটকের পর এলিট রেভ্যুলেশনারি গার্ডের সঙ্গে সম্পৃক্ত বাসিজ মিলিশিয়ারা এ বিক্ষোভ প্রদর্শন করে।

এর আগে ইরানের অভ্যন্তরীণ বিষয়ে উসকানিমূলক তৎপরতা চালানোর অভিযোগে তেহরানে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত রব ম্যাকএয়ারকে আটক করা হয়। তার বিরুদ্ধে অভিযোগ শনিবার তেহরানের আমির কবির বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভকারীদের উসকানি দিয়েছেন তিনি।

সামরিক বাহিনীর অনিচ্ছাকৃত ভুলে ১৭৬ আরোহীসহ ইউক্রেনের একটি যাত্রীবাহী বিমান ক্ষেপণাস্ত্র ছুঁড়ে ভূপাতিত করার কথা তেহরান স্বীকার করার পর একদল ইরানি শনিবার বিকালে তেহরানের আমির কবির বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভ করে।

সূত্র: রয়টার্স

Bootstrap Image Preview