Bootstrap Image Preview
ঢাকা, ০৫ সোমবার, মে ২০২৫ | ২২ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের পতাকার প্রতি সম্মান দেখালো ইরানি বিক্ষোভকারীরা!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ জানুয়ারী ২০২০, ০৯:৩৩ PM
আপডেট: ১২ জানুয়ারী ২০২০, ০৯:৩৩ PM

bdmorning Image Preview


অবিশ্বাস্যভাবে ইরানে বিক্ষোভরত শতশত শিক্ষার্থী যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পতাকার প্রতি সম্মান দেখালো। রাস্তায় এঁকে রাখা মার্কিন-ইসরায়েল পতাকার ওপর দিয়ে মাড়িয়ে না গিয়ে তারা বরং রাস্তার পাশ দিয়ে চলে গেল। ওদিকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বিক্ষোভকারীদের হত্যা না করতে ইরানের সরকারকে হুঁশিয়ারি দিয়েছেন।

শহীদ বেহেশতি বিশ্ববিদ্যালয়ে রবিবার এই অবিশ্বাস্য দৃশ্য দেখা যায়। সামাজিক গণমাধ্যমে এই ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায় বিক্ষোভকারীরা ইচ্ছাকৃতভাবেই রাস্তার মাঝে এঁকে রাখা পতাকা এড়িয়ে রাস্তার একপাশ দিয়ে  সামনের দিকে এগিয়ে যাচ্ছে।

ক্ষমতাসীন ইসলামি বিপ্লবী সরকার বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রবেশ পথে মার্কিন-ইসরায়েল পতাকা এঁকে রেখেছে। যাতে শিক্ষার্থীরা পতাকাগুলো জুতা দিয়ে মাড়িয়ে চলে এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রতি অসম্মান প্রদর্শন করতে পারে।

ইউক্রেনের যাত্রীবাহী বিমান বিধ্বস্তের জেরে বিক্ষোভে উত্তাল ইরানের রাজধানী তেহরান। দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির পদত্যাগ দাবিতে শনিবার রাস্তায় নেমে আসেন হাজারো মানুষ।

ইরানের ভুলবশত ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে ইউক্রেনের যাত্রীবাহী বিমান বিধ্বস্তের কথা স্বীকার করার পর এর প্রতিবাদে তেহরানের রাস্তায় নামেন হাজারো ইরানি। বেসামরিক মানুষের প্রাণহানির ঘটনায় তীব্র নিন্দা জানান আন্দোলনকারীরা।

গত বুধবার তেহরানের ইমাম খামেনি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের কয়েক মিনিট পর ইউক্রেন এয়ারলাইন্সের যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে ১৭৬ আরোহীর সবার মৃত্যু হয়। এতে ৬৩ জন কানাডীয় আরোহী নিহতে শোকে স্তব্ধ দেশটির সাধারণ মানুষ। নিহতদের স্মরণে প্রতিদিনই দেশটির বিভিন্ন জায়গায় শোক সভা চলছে।

Bootstrap Image Preview