ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় সম্পূর্ণ তদন্তের দাবি জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি।
সেই সঙ্গে এই ঘটনা জন্য ইরানকে দায়ী করে ক্ষতিপূরণের দাবিও জানান তিনি।
গত বুধবার ইউক্রেনীয় বোয়িং ৭৩৭-৮০০ তেহরানের বিমানবন্দর ছেড়ে যাওয়ার ঠিক কয়েক মিনিটের মধ্যে বিধ্বস্ত হয়, এতে ১৭৬ জন যাত্রীর সবাই নিহত হন।
বাগদাদে মার্কিন হামলায় ইরানি জেনারেল কাসেম সোলেইমানির হত্যার ঘটনায় সৃষ্ট যুদ্ধ পরিস্থিতিতে বিমানটি বিধ্বস্ত হয়।
তবে মার্কিন এবং কানাডার গোয়েন্দারা তথ্য প্রকাশের পর ইরান স্বীকার করে যে, তাদের ছোড়া ক্ষেপণাস্ত্র ভুলবশত বিমানটিকে আঘাত হানে।
এরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে জেলেনস্কি বলেন, ‘ক্ষেপণাস্ত্রের আঘাতে ইউক্রেনের বিমান বিধ্বংসের ঘটনা স্বীকার করেছে ইরান। কিন্তু আমাদের দাবি, এই ঘটনার পুরোপুরি দায় নিতে হবে তাদের।’
তিনি বলেন, ‘আমরা ইরানকে থেকে আশা করছি, তারা পূর্ণ ও উন্মুক্ত তদন্তের নিশ্চয়তা দেবে। দোষীদের বিচারের আওতায় আনা, নিহতদের লাশ ফিরিয়ে দেওয়া, ক্ষতিপূরণ প্রদান এবং কূটনীতিক পর্যায়ে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে হবে।’
এর আগে শনিবার এক বিবৃতিতে ইরান জানায়, ‘অজান্তে’ ইউক্রেনের যাত্রীবাহী বিমান ভূপাতিত করা হয়েছে।
ইরানের বিপ্লবী গার্ডসের কাছে স্পর্শকাতর একটি এলাকা দিয়ে বিমানটি উড়ে যাওয়ার সময় ‘মানবীয় ভুলের’ কারণে এটা করা হয়। এই ঘটনায় দায়ীদের চিহ্নিত করা হবে বলেও কথা দিয়েছে দেশটি।