Bootstrap Image Preview
ঢাকা, ১৬ শুক্রবার, মে ২০২৫ | ১ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

যুবাদের বিশাল জয়

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ জানুয়ারী ২০২০, ১১:১৭ AM
আপডেট: ১১ জানুয়ারী ২০২০, ১১:১৭ AM

bdmorning Image Preview


পচেফস্ট্রুমে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে দক্ষিণ আফ্রিকার নর্থ ওয়েস্ট বিশ্ববিদ্যালয় একাদশকে ২২২ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। শামিম হোসেনের সেঞ্চুরিতে সাত উইকেটে ৩৭৬ রানের পাহাড়সম সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে ৪১.৪ ওভারে ১৫৪ রানে অলআউট হয় প্রোটিয়ারা।

বাংলাদেশের হয়ে মাত্র ১৭ রান খরচায় চার উইকেট নেন হাসান মুরাদ। তিনটি উইকেট নেন রকিবুল হাসান।

নর্থ ওয়েস্ট বিশ্ববিদ্যালয় একাদশের ইনিংসে সর্বোচ্চ ৩১ রান আসে ওপেনার সেবাস্তিয়ান রুইয়ানের ব্যাটে। এছাড়া ২৭ রান করেন ইবেন লোবার্ড।

বাংলাদেশের হয়ে ব্যাট হাতে সাত নম্বরে নামা শামিম করেন ৪১ বলে ১০১* রান। ইনিংসে ছিল আটটি চার ও সাতটি ছক্কার মার।

এছাড়া মাহমুদুল হাসান জয় ৬১, তৌহিদ হৃদয় ৫২ ও শাহাদাত হোসেন ৪২ রান করেন। এটা বাংলাদেশের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ। প্রথম প্রস্তুতি ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল।  

সংক্ষিপ্ত স্কোরঃ
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলঃ ৩৭৬/৭ (৫০ ওভার)
(শামিম ১০১*, জয় ৬১, হৃদয় ৫২; রায়ান ২/৬৯)
নর্থ ওয়েস্ট বিশ্ববিদ্যালয় একাদশঃ ১৫৪/১০ (৪১.৪ ওভার)
(রুইয়ান ৩১, লোবার্ড ২৭; মুরাদ ৪/১৭)

Bootstrap Image Preview