Bootstrap Image Preview
ঢাকা, ০৫ সোমবার, মে ২০২৫ | ২২ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

জাতিসংঘ ঘোষণার ৫১ নম্বর ধারা অনুযায়ী আত্মরক্ষা করেছে ইরান: জারিফ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ জানুয়ারী ২০২০, ০১:৪৬ PM
আপডেট: ০৮ জানুয়ারী ২০২০, ০১:৪৬ PM

bdmorning Image Preview


জেনারেল সোলাইমানি হত্যার প্রতিশোধের অংশ হিসেবে ইরাকে অবস্থিত দুটি মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি। জাতিসংঘ ঘোষণার ৫১ নম্বর ধারা অনুযায়ী আজ সকালে এমন আত্মরক্ষামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দাবি করেছে ইরান।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ আজ বুধবার তার অফিসিয়াল টুইটার পেজে দেয়া এক পোস্টে একথা জানান।

তিনি আরও বলেন, ইরান আত্মরক্ষার স্বার্থে আমেরিকার বিরুদ্ধে সমানুপাতিক পদক্ষেপ নিয়েছে এবং মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে। তিনি বলেন, যে ঘাঁটি থেকে ইরানের নাগরিক ও পদস্থ কর্মকর্তাদের ওপর হামলা চালানা হয়েছিল সেই ঘাঁটিকেই টার্গেট করা হয়েছে।  

ইরান যুদ্ধ বা উত্তেজনা সৃষ্টি করতে চায় না উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী জারিফ বলেন, তবে যেকোনো আগ্রাসনের মোকাবিলায় আত্মরক্ষার্থে সবকিছু করবে তেহরান। সূত্র: রেডিও তেহরান

Bootstrap Image Preview