Bootstrap Image Preview
ঢাকা, ০৫ সোমবার, মে ২০২৫ | ২২ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ক্ষেপনাস্ত্র হামলার জবাব দিলে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে হামলার হুমকি ইরানের

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ জানুয়ারী ২০২০, ০৯:৫০ AM
আপডেট: ০৮ জানুয়ারী ২০২০, ০৯:৫০ AM

bdmorning Image Preview


ইরাকে অবস্থিত দুই মার্কিন বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। যুক্তরাষ্ট্র যদি এ হামলার জবাব দেয় তবে দেশটির অভ্যন্তরে হামলা করার হুমকি দিয়েছে ইরান।

মার্কিন গণমাধ্যম  জানায়, গতকাল মঙ্গলবার রাতে ইরাকের আল-আসাদ ও ইরবিলে অবস্থিত দুই মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এ হামলার বিষয়টি স্বীকার করা হয়েছে। তবে ক্ষয়ক্ষতির ব্যাপারে কিছুই জানায়নি দেশটি।

হোয়াইট হাউসের মুখপাত্র স্টেফানি গ্রিশাম এক বিবৃতিতে বলেন, ‘ইরাকে মার্কিন স্থাপনায় হামলা হওয়ার বিষয়টি আমরা জেনেছি। প্রেসিডেন্টকে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে। তিনি পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। জাতীয় নিরাপত্তা দলের সঙ্গে পরামর্শও করছেন প্রেসিডেন্ট।’

এদিকে এ হামলার কথা স্বীকার করেছে ইরানও। ইরানের রেভল্যুশনারি গার্ডের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় প্রেসটিভি এক টুইট বার্তায় জানিয়েছে, একটি মার্কিন বিমানঘাঁটিতে ১০টিরও বেশি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। যদি যুক্তরাষ্ট্র ফের কোনো হামলা চালায়, তবে আরও কঠোর প্রত্যাঘাত করা হবে।

আর ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ  দেশটির সরকারের এক বিবৃতি প্রকাশ করেছে। এ বিবৃতিতে বলা হয় বলেছে, ‘যুক্তরাষ্ট্রের সেই সব মিত্রদের সতর্ক করছি, যারা এই সন্ত্রাসী সেনাবাহিনীকে নিজেদের ঘাঁটি ব্যবহারের সুযোগ দিচ্ছে। যেসব অঞ্চল বা এলাকা থেকে ইরানের বিরুদ্ধে আগ্রাসী কর্মকাণ্ড চালানো হবে, সেগুলো হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হবে।’

গত শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে জেনারেল কাসেম সোলেইমানিকে হত্যা করা হয়, যা মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়ে দেয়। ইরানিরা এই হত্যাকাণ্ডের কঠিন প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে। এরই ধারাবাহিকতায় ইরাকে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান।

Bootstrap Image Preview