Bootstrap Image Preview
ঢাকা, ০৫ সোমবার, মে ২০২৫ | ২২ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

লিবিয়ায় সেনা মোতায়েনে করবেন এরদোগান, ফ্রান্স-মিসর-আমিরাতের বিরোধিতা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ জানুয়ারী ২০২০, ০৬:২৩ PM
আপডেট: ০৭ জানুয়ারী ২০২০, ০৬:২৩ PM

bdmorning Image Preview
সংগৃহীত


লিবিয়া যুদ্ধে ধাপে ধাপে সেনা পাঠাবে তুরস্ক। দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান সোমবার আঙ্কারার সঙ্গে জাতিসংঘ সমর্থিত ত্রিপোলি সরকারের চুক্তির বিষয়ে এ ঘোষণা দেন।

লিবিয়ায় সেনা পাঠানো বিষয়ে বৃহস্পতিবার তুরস্ক পার্লামেন্টে একটি প্রস্তাবও অনুমোদন দেয়া হয়েছে। লিবিয়ায় তুর্কি সেনা পাঠানোর বিরোধিতা করছে ফ্রান্স, মিসর ও আরব আমিরাত। খবর তুরস্কের বার্তা সংস্থা আনাদুলোর।

যুদ্ধবিধ্বস্ত লিবিয়ায় সেনা পাঠানো নিয়ে তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান বলেছেন, লিবিয়ায় এরই মধ্যে তুর্কি সেনা মোতায়েন শুরু হয়েছে। একজন তুর্কি লেফটেন্যান্ট জেনারেল সেখানে নেতৃত্ব দেবেন।

‘তুরস্কের লক্ষ্য যুদ্ধ নয়, বরং লিবিয়ার জাতিসংঘ সমর্থিত সরকারকে সহায়তা করা’-যোগ করেন এরদোগান। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে লিবিয়ায় তুর্কি সেনা পাঠানোর বিষয়ে ফোনালাপ করেছেন এরদোগান।

Bootstrap Image Preview