মার্কিন সেনাসহ যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী সংশ্লিষ্ট সবকিছুকে ‘সন্ত্রাসী সত্তা’ হিসেবে উল্লেখ করে একটি বিল পাস করেছে ইরানের পার্লামেন্ট।
ইরানের এলিট কুদস বাহিনীর প্রধান মেজর জেনারেল কাসেম সোলেইমানিকে হত্যার ঘটনায় মঙ্গলবার এই বিলটি পাস হয়।
রুশ গণমাধ্যম আরটি জানায়, এর আগে এক বিলে কুদস বাহিনীর কমান্ডার সোলেইমানিকে হত্যার ঘটনাকে ‘রাষ্ট্রীয় সন্ত্রাস’ হিসেবে আখ্যায়িত করা হয়।
আজকের বিলে বলা হয়, “পেন্টাগনের সব সদস্য, সংশ্লিষ্ট সব কোম্পানি, প্রতিষ্ঠান, এজেন্ট এবং কমান্ডাররা ‘সন্ত্রাসী সত্তা’।”
গত বছরের এপ্রিলে এক বিলে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডকে (সেন্টকম) একইভাবে সন্ত্রাসী আখ্যা দেওয়া হয়।
যুক্তরাষ্ট্র ইরানের ইসলামী বিপ্লবী গার্ডস বাহিনীকে (আইআরজিসি) সন্ত্রাসী আখ্যা দেওয়ায় তখন ইরান ওই বিল পাস করেছিল।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে শুক্রবার প্রথম প্রহরে বাগদাদ বিমানবন্দরে মার্কিন ড্রোন হামলায় জেনারেল সোলেইমানি ও ইরাকের শীর্ষস্থানীয় শিয়া মিলিশিয়া কমান্ডার আবু মাহদি আল মুহান্দিস নিহত হন। এতে ইরান ও ইরাকে প্রচণ্ড ক্ষোভের সৃষ্টি হয়েছে।