মার্কিন সন্ত্রাসী হামলায় নিহত মধ্যপ্রাচ্যের অন্যতম ক্ষমতাধর ব্যক্তি ও ইরানের রেভল্যুশনারি গার্ডসের শাখা কুদস ফোর্সের প্রধান কাসেম সোলেইমানির নামাজে জানাজায় অংশ নিয়েছেন লাখো মানুষ।
সোমবার ভোর থেকে রাজধানী তেহরান ইউনিভার্সিটিতে তার জানাজায় অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে জড়ো হন শোকাহত জনতা।
প্রচণ্ড শীত উপেক্ষা করে অনেকে নিজেদের শিশুসন্তান নিয়ে নামাজে জানাজায় অংশ নেন। তারমধ্যে একটি ছবি এতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে।
ছবিটিতে দেখা যায়- এক ব্যক্তি সোলেইমানির জানাজায় তার সন্তানকে মাথায় নিয়ে দাঁড়িয়ে আছেন। তখন শিশুটির হাতে সোলেইমানির ছবিসহ একটি পতাকা শোভা পাচ্ছিল। যা নেট দুনিয়ায় ভাইরাল হয়ে গেছে।
জানা গেছে, জানাজা শেষে জেনারেল সোলাইমানির লাশ আগামীকাল (মঙ্গলবার) তার জন্মস্থান কেরমান প্রদেশে নেয়া হবে এবং সেখানে শেষ জানাজার পর তার ইচ্ছানুযায়ী সেখানেই তাকে দাফন করা হবে।
প্রসঙ্গত, গত শুক্রবার ভোররাতে ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে বিমান হামলা চালিয়ে জেনারেল সোলাইমানিসহ আটজনকে হত্যা মার্কিন সেনারা। এই ঘটনাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের উত্তেজনা চরম আকার ধারণ করেছে। দুই দেশের নেতারা পরষ্পরের বিরুদ্ধে নানা হুমকি ধামকি দিয়ে চলেছেন।