Bootstrap Image Preview
ঢাকা, ০৫ সোমবার, মে ২০২৫ | ২২ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

যুক্তরাষ্ট্র-ইসরায়েল নিজেদের দুর্দিন ডেকে এনেছে: সোলেইমানির মেয়ের হুঙ্কার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ জানুয়ারী ২০২০, ০৬:০৩ PM
আপডেট: ০৬ জানুয়ারী ২০২০, ০৬:০৩ PM

bdmorning Image Preview
সংগৃহীত


মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে 'পাগল' বলে সম্বোধন করলেন ইরানের বিপ্লবী এলিট কুদস বাহিনীর প্রধান কাসেম সোলেইমানির মেয়ে জেইনাব সোলাইমানী। বাবাকে হত্যা করে যুক্তরাষ্ট্র-ইসরায়েল নিজেদের দুর্দিন ডেকে এনেছে বলেও হুঁশিয়ারি দিয়েছেন জয়নাব।

সোমবার ইরানের রাজধানী তেহরানে কাসেম সোলাইমানির জানাজা অনুষ্ঠিত হওয়ার আগে মার্কিনিদের প্রতি প্রতিশোধের নেয়ার কথাও জানান জেইনাব সোলাইমানি। খবর বিবিসি'র।

ট্রাম্পের উদ্দেশ্যে জেইনাব বলেন, পাগল ট্রাম্প ভেবোনা যে আমার বাবা শহীদ হওয়ার মধ্য দিয়ে সব শেষ হয়ে গেছে।

এদিকে মার্কিন হামলায় নিহত কাসেম সোলাইমানির নামাজে জানাযায় অংশ নিতে ইরানের রাজধানী তেহরানে লক্ষকোটি জনতার ঢল নেমেছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম পার্সটুডে।

জানা গেছে, মঙ্গলবার কোম নগরীতে আরেক দফা নামাজে জানাযা শেষে সেখানেই তাকে দাফন করা হবে।

গত ৩ জানুয়ারী ইরাকের বাগদাদের একটি আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইরানের বিপ্লবী এলিট কুদস বাহিনীর প্রধান জেনারেল কাসেম সোলেইমানি ও ইরান সমর্থিত পপুলরার মবিলাইজেশন ফোর্সেসের (পিএমএফ) উপ-প্রধান আবু মাহদি আল-মুহান্দিসসহ বেশ কয়েকজন নিহত হন।

Bootstrap Image Preview