Bootstrap Image Preview
ঢাকা, ১৩ মঙ্গলবার, মে ২০২৫ | ৩০ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বৃষ্টির ফোঁটার মতো পড়ছে কুয়াশা, রোজগার বঞ্চিত হতদরিদ্ররা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ জানুয়ারী ২০২০, ১১:৩১ AM
আপডেট: ০৬ জানুয়ারী ২০২০, ১১:৩১ AM

bdmorning Image Preview


পৌষের শুরু থেকেই দেশজুড়ে জেঁকে বসেছে শীত। বৃষ্টির কারণে শীতের প্রকোপ বেড়েছে বহুগুণ। সাতক্ষীরায় টিপটিপ বৃষ্টি ফোটার মতো পড়ছে ঘন কুয়াশা। কনকনে শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন।

বেলা বাড়লেও কুয়াশার রেশ কাটছে না। শীত ও ঘন কুয়াশা বেড়ে যাওয়ায় শিশু-বৃদ্ধদের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। হতদরিদ্র নিম্ন আয়ের মানুষজনও আয়-রোজগার থেকে বঞ্চিত হচ্ছে।

সাতক্ষীরা আবহাওয়া অফিসের অফিসার ইনচার্জ জুলফিকার আলী রিপন জানান, ‘সোমবার সকাল ৬ টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩.৬ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্র আরও কমতে পারে।’

সাতক্ষীরা সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন বলেন, ‘এই শীতে শিশুদের প্রতি বিশেষ যত্ন নিতে হবে। বয়স্কদের ক্ষেত্রেও একই ধরনের সতর্কতা অবলম্বন করতে হবে। ঠান্ডা লাগলে সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।’

Bootstrap Image Preview