Bootstrap Image Preview
ঢাকা, ০৯ শুক্রবার, মে ২০২৫ | ২৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ভালোবাসা দিবসে উত্তেজনা ছড়াবে ‘জ্বীন’

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ জানুয়ারী ২০২০, ১১:০৮ PM
আপডেট: ০৫ জানুয়ারী ২০২০, ১১:০৮ PM

bdmorning Image Preview


বিশ্বজুড়ে বর্ণিল আয়োজনের মধ্যে দিয়ে নতুন বছরকে বরণ করেছে সকলে। সেই রেশ কাটতে না কাটতেই ভালোবাসা দিবসের অপেক্ষার প্রহর শুরু হয়েছে।

শুধু প্রেমিকাকে ভালোবাসার মধ্যেই ভালোবাসা সীমাবদ্ধ নয়। ভালোবাসা হতে পারে মানুষের প্রতি, ভালোবাসা হতে পারে পরিবারের প্রতি, ভালোবাসা হতে পারে কাজের প্রতি কিংবা ভালোবাসা হতে পারে দর্শকের প্রতি। আর সেই ভালোবাসার টানেই এবারে ভালোবাসা দিবসে দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে হাজির হবে তারকাবহুল সিনেমা ‘জ্বীন’।

মুক্তির আগে থেকেই ছবিটি ঘিরে নানা আলোচনা শুরু হয়েছে। এতে দর্শকের আগ্রহের মাত্রাও বেড়েছে বহুগুণ। ছবিটিতে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন সকলের প্রিয় মুখ আব্দুন নূর সজল ও পূজা চেরী। এখানেই শেষ নয়, চমক আরো বাকি আছে। কারণ চমকের অংশ হিসেবে জুটি বেঁধেছেন ঢাকাই চলচ্চিত্রের সুদর্শন অভিনেতা রোশান ও জান্নাতুল নূর মুন।

চলমান ধারাকে ছাপিয়ে নতুন প্যাটার্নে নির্মিত হয়েছে ‘জ্বীন’। এতে ভিএফএক্সের অনেক কাজ রয়েছে। আমাদের দেশে এর আগে কখনো এমন সিনেমা নির্মিত হয়নি। পরিচালক নাদের চৌধুরী ছবিটিকে ভিন্ন স্বাদের ছোঁয়ায় পরিপূর্ণ করে তুলেছেন। এক কথায় বলা যায়, প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া সম্পূর্ণ নতুন আঙ্গিকে ছবিটিকে তুলে ধরেছেন।

Bootstrap Image Preview