Bootstrap Image Preview
ঢাকা, ০৫ সোমবার, মে ২০২৫ | ২২ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মার্কিন ঘাঁটি থেকে ইরাকি সেনাদের দূরে থাকতে বলছে হিজবুল্লাহ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ জানুয়ারী ২০২০, ১২:১৭ PM
আপডেট: ০৫ জানুয়ারী ২০২০, ১২:১৭ PM

bdmorning Image Preview


ইরাকে অবস্থিত মার্কিন সামরিক বাহিনীর ঘাঁটি থেকে ইরাকি সেনাদের দূরে থাকতে বলেছে ইরাক ও সিরিয়ায় অবস্থান করা ইরান সমর্থিত সশস্ত্র সংগঠন খাতিব হিজবুল্লাহ।

শনিবার (৪ জানুয়ারি) সংগঠনটি থেকে এ বক্তব্য দেওয়া হয়।

সংগঠনটি থেকে জানানো হয়, আমরা ইরাকি বাহিনীকে মার্কিন ঘাঁটি থেকে কমপক্ষে এক কিলোমিটার দূরুত্বে থাকতে বলেছি। এছাড়া ঘাঁটি থেকে সরে যাওয়ার জন্য রবিবার স্থানীয় সময় বিকেল ৫টা পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছি।

বাগদাদে মার্কিন ঘাঁটি ও সুরক্ষা অঞ্চলে রকেট হামলার পর সংগঠনটি থেকে এমন বক্তব্য দেয়। এর আগে শনিবার স্থানীয় সময় সন্ধ্যায় বাগদাদে এই হামলা চালানো হয় বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি।

হামলার খবর নিশ্চিত করেছে ইরাকি সামরিক বাহিনী। তবে হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এছাড়া এই হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি।

আগে থেকেই মার্কিন যুক্তরাষ্ট্র খাতিব হিজবুল্লাহকে জঙ্গি সংগঠন হিসেবে আখ্যায়িত করে আসছে। এছাড়া শুক্রবারের মার্কিনি হামলায় কাসিম সোলাইমানির সঙ্গে হিজবুল্লার একাধিক শীর্ষ নেতা নিহত হন। এসব হত্যার প্রেক্ষিতে মার্কিন ঘাঁটিতে হিজবুল্লাহ হামলা করতে পারে বলে ধারণা করছে বিশ্লেষকরা।

Bootstrap Image Preview