Bootstrap Image Preview
ঢাকা, ০৫ সোমবার, মে ২০২৫ | ২২ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

আগুনে পুড়ছে সুলাইমান, ভিডিও প্রকাশ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ জানুয়ারী ২০২০, ০৪:৫৯ PM
আপডেট: ০৪ জানুয়ারী ২০২০, ০৪:৫৯ PM

bdmorning Image Preview
সংগৃহীত


মার্কিন হামলায় ইরানের শীর্ষ কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানিকে নিহত হওয়ার ঘটনার পর মুহূর্তের ভিডিও প্রকাশ করেছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান ও রুশ সংবাদমাধ্যম রাশিয়া টুডে। জেনারেল হত্যার সেই মুহূর্তের ভিডিও শনিবার (৪ ডিসেম্বর) প্রকাশ করা হয়।

হোয়াইট হাউজ জানিয়েছে, শুক্রবার ইরাকের বাগদাদ বিমানবন্দরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে রকেট হামলা চালিয়ে ইরানের সামরিক কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানি ও ইরানের মিলিশিয়া নেতা আবু মাহদি আল মুহানদিসকে হত্যা করা হয়। এর এক সপ্তাহ আগে বাগদাদে মার্কিন দূতাবাস চত্বরে হাজার হাজার ইরাকির হামলা চালানোর পর এ বিষয়ে ইরানকে দায়ী করে ওয়াশিংটন। এই নিয়ে দুই দেশের মধ্যে তীব্র উত্তেজনার মধ্যে এই হামলা চালানো হলো। এই হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে।

আরেকটি ভিডিও প্রকাশ করেছে রুশ সংবাদমাধ্যম রাশিয়া টুডে। খবর অনুসারে, কুদস ফোর্সের প্রধান লেবানন থেকে বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। হামলার সময় ইরাকি মিলিশিয়া কমান্ডার আবু মাহদি আল-মোহান্দেসের সঙ্গে একই গাড়িতে ভ্রমণ করছিলেন।

ভিডিওতে দেখা গেছে, হামলা স্থল থেকে দ্রুত ধোঁয়ার কুণ্ডলি উঠছে এবং বিধ্বস্ত গাড়িতে আগুন জ্বলছে।

ভিডিওটি দেখতে এই লিঙ্কে ক্লিক করুন

Bootstrap Image Preview