Bootstrap Image Preview
ঢাকা, ০৫ সোমবার, মে ২০২৫ | ২২ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সোলাইমানির স্থলাভিষিক্ত নতুন জেনারেল কে এই ইসমাইল ঘানি?

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ জানুয়ারী ২০২০, ১০:৫৬ AM
আপডেট: ০৪ জানুয়ারী ২০২০, ১০:৫৬ AM

bdmorning Image Preview


ইরাকে মার্কিন হামলায় ইরানের কুদস বাহিনীর প্রধান জেনারেল কাসেম সোলাইমানি নিহত হওয়ার পর তার স্থলাভিষিক্ত হলেন ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল ঘানি।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির সিদ্ধান্তে দায়িত্ব নেন তিনি।

কে এই ইসমাইল ঘানি?

ইসমাইল ঘানি ১৯৫৭ সালের ৮ আগস্ট জন্মগ্রহণ। বর্তমানে তার বয়স ৬২ বছর।

জেনারেল সোলাইমানি ১৯৯৭ সালে কুদস বাহিনীর দায়িত্ব নেওয়ার পর থেকেই তার ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন ইসমাইল ঘানি।

তিনি মূলত ইরানের বিপ্লবী গার্ডের পক্ষ থেকে লেবাননের হিজবুল্লাহ ও আফ্রিকার বিভিন্ন গেরিলা সংগঠনসহ বিশ্বের বিভিন্ন সংগঠনকে অর্থনৈতিক যোগান দেওয়ার দায়িত্ব পালন করতেন। এছাড়াও গাম্বিয়ায় ইরানি বিপ্লবী গার্ডের অস্ত্র চালানেরও দায়িত্ব ছিল এই ইসমাইল ঘানির হাতেই।

ইসমাইল ঘানি ২০ বছর বয়সে ইরানের ইসলামি বিপ্লবী গার্ডে যোগ দেন। এরপর থেকে বাহিনীর বিভিন্ন শাখায় কাজ করে ব্যাপক সাহসিকতার পরিচয় দিয়েছেন এবং প্রশংসা কুড়িয়েছেন তিনি।

তাকে দায়িত্ব দেওয়ার আগে আয়াতুল্লাহ খামেনি বলেন, “কুদস বাহিনীর হয়ে নিহত জেনারেল সোলাইমানির সঙ্গে দীর্ঘদিন কাজ করার অভিজ্ঞতা রয়েছে ইসমাইল ঘানির। যেহেতু তিনি সোলাইমানির ডেপুটি ছিলেন, সুতরাং কুদস বাহিনীর পরিকল্পনা ও কার্যাবলি আগের মতই অপরিবর্তিত থাকবে।”

Bootstrap Image Preview