Bootstrap Image Preview
ঢাকা, ০৫ সোমবার, মে ২০২৫ | ২২ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সোলাইমানির মৃত্যুর পর এলেন ইসমাইল কায়ানি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ জানুয়ারী ২০২০, ১০:১৪ PM
আপডেট: ০৩ জানুয়ারী ২০২০, ১০:১৪ PM

bdmorning Image Preview


ইরাকের বাগদাদে মার্কিনিদের বিমান হামলায় নিহত ইরানের ইসলামি বিপ্লবী গার্ডের (আইআরজিসি) কুদস বাহিনীর প্রধান জেনারেল কাসেম সোলাইমানির পদে নিয়োগ পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কায়ানি। তিনি এতদিন সোলাইমানির সহকারী হিসেবে নিযুক্ত ছিলেন। খবর ‘মিডল ইস্ট মনিটর’।

শুক্রবার (০৩ জানুয়ারি) এ নিয়োগ দেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খোমেনি।

ইসমাইল কায়ানিকে নিয়োগ দেওয়ার পর ইরানের সর্বোচ্চ নেতা বলেন, সোলাইমানির অধীনে কুদস ইউনিটের কার্যক্রম যেমন ছিল এখনো ঠিক তেমনই থাকবে।

এর আগে শুক্রবার ভোরে বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাওয়ার পথে সোলেইমানিসহ তার ঘনিষ্ঠ উপদেষ্টাদের গাড়ি বহরে ড্রোন হামলা চালায় মার্কিনবাহিনী। এতে সোলাইমানিসহ আটজন নিহত হন।

Bootstrap Image Preview