Bootstrap Image Preview
ঢাকা, ১৫ মঙ্গলবার, জুলাই ২০২৫ | ৩০ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মার্কিন কংগ্রেসে তীব্র সমালোচনার মুখে ট্রাম্প

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ জানুয়ারী ২০২০, ০৩:২৩ PM
আপডেট: ০৩ জানুয়ারী ২০২০, ০৩:২৩ PM

bdmorning Image Preview


ইরানি বিপ্লবী গার্ড বাহিনীর এলিট কুদস ফোর্সের প্রধান জেনারেল কাসেম সোলেইমানিকে হত্যার নির্দেশ দেওয়ার মার্কিন কংগ্রেসে তীব্র সমালোচনার মুখে পড়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

হত্যার ঘটনার পর মার্কিন কংগ্রেসে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাবেক ভাইস  প্রেসিডেন্ট ও ডেমোক্রাটিক প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন বলেছেন, ইরান অবশ্যই এ ঘটনার জবাব দেবে।

এক টুইটার বার্তায় তিনি আরও বলেন, “এই ঘটনার দ্বারা প্রেসিডেন্ট ট্রাম্প জ্বলন্ত কুপে ডায়নামাইটের লাঠি দিয়ে টস করলেন।”

এদিকে, যুক্তরাষ্ট্রে হাউস অব রিপ্রেজেন্টেটিভসের স্পিকার ন্যানসি পেলোসি বলেন, আমরা এ ধরনের উস্কানিমূলক ও অপ্রাসঙ্গিক কর্মকাণ্ডের দ্বারা আমেরিকান সৈন্য, কূটনীতিক ও অন্যান্যদের জীবন ঝুঁকিতে ফেলতে পারি না।

এছাড়াও ডেমোক্র্যাটিক নেতারা এরই মধ্যে এক বিবৃতিতে এই হামলার নিন্দা জানিয়েছেন। 

Bootstrap Image Preview