Bootstrap Image Preview
ঢাকা, ০৫ সোমবার, মে ২০২৫ | ২২ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ইরানি জেনারেল নিহতের পরই বিশ্বব্যাপী তেলের বাজারে অস্থিরতা!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ জানুয়ারী ২০২০, ০৩:১৫ PM
আপডেট: ০৩ জানুয়ারী ২০২০, ০৩:১৫ PM

bdmorning Image Preview


ইরাকের রাজধানী বাগদাদে রকেট হামলা চালিয়ে ইরানি বিপ্লবী গার্ডের প্রধান জেনারেল কাসেম সোলেইমানিকে হত্যার পর বিশ্বব্যাপী তেলের বাজারে অস্থিরতা শুরু হয়েছে।

হত্যার ঘটনার পরপরই শুক্রবার বিশ্ব বাজারে তেলের দাম ৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

হামলার পর পেন্টাগন এক বিবৃতিতে জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশেই ওই হামলা চালানো হয়েছে। এতে জেনারেল কাসেম সোলেইমানিসহ ৮জন নিহত হয়েছে। যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যকার এই উত্তেজনা মধ্যপ্রাচ্যেও যথেষ্ট প্রভাব ফেলবে যার ফলে বিশ্ব বাজারে তেল সরবরাহ ব্যহত হবে বলে আশঙ্কা করা হচ্ছে।

অশোধিত তেলের মূল্য ৩ ডলার বেড়ে যাওয়ায় প্রতি ব্যারেল তেলের দাম বেড়ে দাঁড়িয়েছে ৬৯ দশমিক ১৬ ডলার। গত বছরের সেপ্টেম্বরের ১৭ তারিখের পর এটাই সর্বোচ্চ। দেশের শীর্ষ কমান্ডারের মৃত্যুর ঘটনায় যুক্তরাষ্ট্র এবং মধ্যপ্রাচ্যে তাদের মিত্র দেশগুলোর বিরুদ্ধে ইরান উপযুক্ত জবাব দেবে এমন আশঙ্কা দেখা দিয়েছে। সূত্র: আল-জাজিরা, সিএনএন।

Bootstrap Image Preview