Bootstrap Image Preview
ঢাকা, ০৫ সোমবার, মে ২০২৫ | ২২ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সোলেমানি হত্যা, আমেরিকার জন্য মারাত্মক বিপজ্জনক: ইরান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ জানুয়ারী ২০২০, ০১:২৬ PM
আপডেট: ০৩ জানুয়ারী ২০২০, ০১:২৬ PM

bdmorning Image Preview


মার্কিন বাহিনীর হামলায় ইরানি বিপ্লবী গার্ড বাহিনীর এলিট কুদস ফোর্সের প্রধান জেনারেল কাসেম সোলেমানি নিহত হওয়ার ঘটনায় তীব্র ক্ষোভ জানিয়েছে ইরান। এ ঘটনাকে আমেরিকার জন্য ‘মারাত্মক বিপজ্জনক’ বলে অভিহিত করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ।

শুক্রবার (৩ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এক বার্তায় জাভেদ জারিফ এ কথা বলেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যম থেকে এ তথ্য জানা যায়।

টুইটা বার্তায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, জেনারেল সোলেমানিকে হত্যা আমেরিকার আন্তর্জাতিক সন্ত্রাসবাদ। সোলেমানির বাহিনীই এ অঞ্চলে সবচেয়ে কার্যকরভাবে আইএস, আল কায়েদা, আল নুসরার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছিল।

তার ওপর আমেরিকার এ হামলা ভয়ানক বিপজ্জনক ও আহাম্মকি। এ রকম ভয়ানক ‘অ্যাডভেঞ্চারের’ সব ধরনের পরিণতির দায় নিতে হবে আমেরিকাকে।

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ‘ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, এ ঘটনায় এরই মাঝে ইরানের উচ্চ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডাকা হয়েছে। সোলেমানি হত্যায় পরবর্তী করণীয় নিয়ে এ বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে।

জরুরি নিরাপত্তা পরিষদের মুখপাত্র কেভান খোসরাভি বলেন আগামী কয়েক ঘণ্টার মধ্যে বাগদাদে মার্কিন হামলায় জেনারেল সোলেমানি হত্যার ঘটনায় নিরাপত্তা পরিষদের সর্ব্বোচ্চ পর্যায়ের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন হামলায় নিহত হন কাসেম সোলেমানি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে কাসেম সোলেমানিকে হত্যা করা হয় বলে নিশ্চিত করেছে পেন্টাগন।

Bootstrap Image Preview