ইরাকি বাহিনীর ওপর হামলার পর ফোনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও-কে অভিনন্দন জানিয়েছেন দখলদার ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
ইসরাইলি প্রধানমন্ত্রীর দপ্তর থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, ইরাকে ইরানঘনিষ্ঠ আধাসামরিক বাহিনীর ওপর হামলার জন্য মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে ফোনে ধন্যবাদ জানানো হয়েছে।
এর আগে ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাতেয মার্কিন হামলার প্রশংসা করে বলেছেন, মধ্যপ্রাচ্যে এটি একটি টার্নিং পয়েন্ট। মুসলিম ভূখণ্ড দখলদার ইসরাইল মুসলমানদের বিরুদ্ধে যেকোনো হামলাকে তাদের জন্য বিজয় বলে মনে করে এবং এজন্য উল্লাস প্রকাশ করে।
ইসরাইল নিজেও নিয়মিত ভাবে ফিলিস্তিনি মুসলমানদের ওপর হামলা চালিয়ে আসছে। এরপরও কয়েকটি মুসলিম দেশ ইসরাইলের সঙ্গে সম্পর্ক জোরদার করছে যা মুসলমানদের সমস্যাকে আরও বাড়িয়ে তুলছে।
রোববার সন্ধ্যায় ইরাকের জনপ্রিয় আধাসামরিক বাহিনী হাশদ আশ-শাবির কয়েকটি ঘাঁটিতে আগ্রাসী মার্কিন বাহিনীর হামলায় প্রায় ৩০ নিহত ও অর্ধশতাধিক আহত হয়েছে। ইরাকের সরকার ও বিভিন্ন রাজনৈতিক দল এর প্রতিবাদ জানিয়েছে।