মধ্যপ্রাচ্যের ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে ক্রমাগত অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও চাপ প্রয়োগের মাধ্যমে যুক্তরাষ্ট্র রাজনৈতিক আগ্রাসন চালাচ্ছে বলে অভিযোগ করেছেন প্রেসিডেন্ট হাসান রুহানি। যদিও আজ শত্রুরা ব্যর্থ হয়েছে বলেও দাবি তার।
সোমবার (৩০ ডিসেম্বর) জাতীয় পেট্রোকেমিক্যাল শিল্প দিবস উপলক্ষে তেহরানে আয়োজিত এক সমাবেশে প্রেসিডেন্ট রুহানি এসব কথা বলেন।
তিনি বলেছেন, ইরানের বিরুদ্ধে যে নতুন নিষেধাজ্ঞা আরোপিত হয়েছে অবশ্যই তার অবসান ঘটানো হবে। কেননা শত্রুপক্ষ এরই মধ্যে দেখতে পেয়েছে, সর্বোচ্চ চাপ সৃষ্টি করেও আমাদের আত্মসমর্পণ করানো যায়নি।
সমাবেশে তেহরানের ওপর মার্কিন প্রশাসনের সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতিকে ইরানের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ বলেও মন্তব্য করেন প্রেসিডেন্ট রুহানি। তার ভাষায়, ‘মার্কিনিদের এই কৌশল তাদের লক্ষ্য অর্জনের ক্ষেত্রে ব্যর্থ হবে।’
রুহানি বলেছিলেন, ইরানের বিরুদ্ধে যে চাপ ও নিষেধাজ্ঞা চলছে তা দ্রুত হোক আর বিলম্বে হোক- আমরা অতিক্রম করব। এমনকি ওয়াশিংটনের ঘনিষ্ঠ মিত্ররাও এখন বলতে শুরু করেছে যুক্তরাষ্ট্র ভুল ছিল এবং তারা নিজেদের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে।