Bootstrap Image Preview
ঢাকা, ১৩ মঙ্গলবার, মে ২০২৫ | ৩০ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

২০২০ সালে প্রাথমিক বিদ্যালয়ের ছুটির তালিকা অনুমোদন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০১৯, ০৫:০৬ PM
আপডেট: ৩০ ডিসেম্বর ২০১৯, ০৫:০৬ PM

bdmorning Image Preview
সংগৃহীত


সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০২০ সালের ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি অনুমোদন দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। সম্প্রতি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে ছুটির তালিকাটি অনুমোদন দেয়া হয়।

তবে, আনুষ্ঠানিকভাবে অনুমোদিত ছুটির তালিকাটি অধিদপ্তরের ওয়েবসাইটে এখনো প্রকাশ করা হয়নি। অধিদপ্তরের একটি সূত্র গণমাধ্যমকে এ তালিকাটি সরবরাহ করেছে।

ছুটির তালিকা অনুসারে, ২০২০ শিক্ষাবর্ষে এক শিফটের প্রাথমিক বিদ্যালয়ের কার্যক্রম সকাল ৯টা থেকে বিকেল ৩ টা ১৫ মিনিট পর্যন্ত ও দুই শিফটের প্রাথমিক বিদ্যালয়ের কার্যক্রম সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পরিচালিত হবে। তবে, প্রতি বৃহস্পতিবার এক শিফটের প্রাথমিক বিদ্যালয়ের কার্যক্রম সকাল ৯টা থেকে দুপুর ২ টা ২৫ মিনিট পর্যন্ত ও দুই শিফটের প্রাথমিক বিদ্যালয়ের কার্যক্রম সকাল ৯টা থেকে দুপুর ৩টা পর্যন্ত পরিচালিত হবে

Bootstrap Image Preview