Bootstrap Image Preview
ঢাকা, ১৩ মঙ্গলবার, মে ২০২৫ | ৩০ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

৭ দিনের ব্যবধানে আরো বাড়ল সয়াবিন তেলের দাম

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০১৯, ০৯:০৯ PM
আপডেট: ২৭ ডিসেম্বর ২০১৯, ০৯:০৯ PM

bdmorning Image Preview


সয়াবিন তেলের দাম এক সপ্তাহের ব্যবধানে আবারো লিটারে দুই টাকা বেড়েছে। 

শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজারে প্রতি পাঁচ লিটার সয়াবিন তেলের বোতল ১০ টাকা দাম বাড়িয়ে ৪৫৫ টাকায় বিক্রি হয়েছে। এ নিয়ে এক মাসের ব্যবধানে পাঁচ লিটার বোতলের সয়াবিন তেলে ২৫ টাকা দাম বাড়লো।

বেড়েছে পাম ওয়েলের দামও। 

রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, খোলা সয়াবিন তেলের দাম লিটারে ২ টাকা বেড়ে ৮৬ টাকা দরে বিক্রি হচ্ছে।

সপ্তাহ ব্যবধানে খোলা পামঅয়েলের দাম ৫ টাকা বেড়ে ৭৪ টাকা ও সুপার পামঅয়েলের দাম ২ টাকা বেড়ে ৭৬ টাকা দরে বিক্রি হয়েছে। আর বোতলজাত সয়াবিন তেল বিক্রি হয়েছে ১০০-১১০ টাকা।

বাংলাদেশ পাইকারি ভোজ্যতেল ব্যবসায়ী সমিতির সভাপতি ও মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক গোলাম মাওলা বলেন, ‘শীত যত বাড়বে। সয়াবিন তেল ও পাম অয়েলের মূল্য ততই বাড়বে। প্রথমত, মিল মালিকরা সয়াবিন তেলের মূল্য বাড়িয়ে দিয়েছে। আবার শীত বাড়ায় সয়াবিনের ওপর চাপ বেড়েছে। এতে পাইকারি বা খুচরা পর্যায়ে সয়াবিন ও পাম অয়েলের মূল্য বেড়েছে।’

Bootstrap Image Preview