Bootstrap Image Preview
ঢাকা, ১১ মঙ্গলবার, নভেম্বার ২০২৫ | ২৭ কার্তিক ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সিরাজগঞ্জে একসঙ্গে ৩ সন্তানের জন্ম

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০১৯, ১০:১৩ AM
আপডেট: ২৪ ডিসেম্বর ২০১৯, ১০:১৩ AM

bdmorning Image Preview
ছবিঃ যুগান্তর


সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় একসঙ্গে তিন সন্তান জন্ম দিয়েছেন সেলিনা খাতুন নামে এক প্রসূতি। এর মধ্যে দুটি মেয়েসন্তান ও একটি ছেলেসন্তান। মা এবং তিন শিশুই সুস্থ আছে।

সোমবার সন্ধ্যায় সদানন্দপুর (কড্ডার মোড়) এলাকার একটি প্রাইভেট ক্লিনিকে ওই তিনটি সন্তান জন্ম দিয়েছেন তিনি।প্রসূতি সেলিনা খাতুন কামারখন্দ উপজেলার কোনাবাড়ী গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী।

সেলিনা খাতুনের স্বামী মো. রফিকুল ইসলাম জানান, আমার স্ত্রীর হঠাৎ প্রসব বেদনা উঠলে হাসপাতালে নিয়ে আসি। স্ত্রী তিন সন্তানের জন্ম দেয়াতে আমি খুশি। তবে দুঃখের বিষয়, আমার সন্তানদের সঠিকভাবে চাহিদা পূরণ নিয়ে চিন্তায় আছি। আমি ইটভাটায় শ্রমিকের কাজ করে কোনো রকমে সংসার চালাই। আগেরও একটি ১২ বছরের ছেলে আছে। অনেক কষ্টে তাকে লেখাপড়া করাচ্ছি।

ওই ক্লিনিকের চিকিৎসক ডা. কমল কান্তি দাস বলেন, সন্ধ্যার দিকে ৩০ মিনিটের অস্ত্রোপচারের মাধ্যমে সেলিনা খাতুন তিনটি সন্তান জন্ম দেন। প্রসূতি মা এবং তিনটি বাচ্চা সুস্থ আছেন। তবে তিনটি বাচ্চা গর্ভে থাকার কারণে স্বাভাবিকের চেয়ে একটু ওজন কম রয়েছে।

 

Bootstrap Image Preview