Bootstrap Image Preview
ঢাকা, ০৬ মঙ্গলবার, মে ২০২৫ | ২২ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

যুক্তরাষ্ট্র ও সৌদি প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে সক্ষম ইরান, আমাদেরটাও পারবে: ইসরায়েল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০১৯, ০৯:০০ PM
আপডেট: ২৩ ডিসেম্বর ২০১৯, ০৯:০০ PM

bdmorning Image Preview


ইসরায়েল ও ইরানের মধ্যকার উত্তেজনা কিছুতেই কমছে না। দেশ দুটি নিয়মিত একে-অপরকে হুমকি দিয়ে যাচ্ছে।

এর মধ্যে রবিবার রাতে সিরিয়ায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল। এতে ৩ জন ইরানি নিহত হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো। যদিও ইরান এই দাবি প্রত্যাখ্যান করেছে।

সিরিয়ায় ইরানি ঘাঁটিতে হামলা চালানোয় পাল্টা হামলার আশঙ্কায় রয়েছে তেল আবিব। ধারণা করা হচ্ছে, দ্রুতই এই হামলার জবাব দেবে ইরান। তেহরান সরাসরি না জড়ালেও বিকল্প বাহিনী দিয়ে হামলার জবাব দিতে পারে। এক্ষেত্রে তারা ব্যবহার করতে পারে হামাস কিংবা হিজবুল্লাহকে।

এ অবস্থায় ইসরায়েলের কিছু কর্মকর্তা স্বস্তিতে থাকলেও অনেকেই অস্বস্তিতে রয়েছেন। তারা বলছেন, ইরান যে কোনো সময় হামলা চালাতে পারে। আমাদের শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা আছে বলে স্বস্তিতে থাকার কোনো কারণ নেই। ইরান হামলা চালালে আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা বিবেচনায় নিয়েই চালাবে।

এ সম্পর্কে হংকংভিত্তিক সংবাদমাধ্যম এশিয়া টাইমস ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর অপারেশন্স বিভাগের প্রধান মেজর জেনারেল আহরন হালিভার এক মন্তব্য তুলে ধরেছে। সম্প্রতি আহরন হালিভা বলেন, সৌদি আরবের তেলক্ষেত্রে অত্যন্ত বুদ্ধিদীপ্ত হামলা চালিয়েছে ইরান। এই হামলায় তারা যুক্তরাষ্ট্র ও সৌদি প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে সক্ষম হয়েছে।

তিনি আরও বলেন, ইরান আমাদের প্রতিরক্ষা ব্যবস্থাকেও ফাঁকি দিতে সক্ষম। যারা মনে করেন এটা কখনো হবে না, তারা পেশাদার নন।

Bootstrap Image Preview