মধ্যপ্রাচ্যের ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েল থেকে প্রাকৃতিক গ্যাস আমদানি করতে যাচ্ছে মিশর। আগামী জানুয়ারি মাসের মাঝামাঝি নাগাদ এ গ্যাস আমদানি শুরু হবে।
রবিবার (২২ ডিসেম্বর) মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যম ‘মিডল ইস্ট মনিটর’ জানায়, ইসরায়েল থেকে উত্তর-পূর্ব আফ্রিকান দেশটির গ্যাস আমদানির পরিমাণ ক্রমান্বয়ে ৭ বিলিয়ন কিউবিক মিটারে উন্নীত করা হবে।
পরিচয় গোপন রাখার শর্তে সংশ্লিষ্ট এক সূত্র জানায়, ইসরায়েলের দুইটি গ্যাসক্ষেত্র পরিচালনাকারী প্রতিষ্ঠানের সঙ্গে গত বছরই চুক্তিটি স্বাক্ষর করেছিল ডলফিনাস হোল্ডিংস নামে মিশরীয় এক প্রতিষ্ঠান।
গত অক্টোবরে ইসরায়েলি কোম্পানিটি জানায়, মিশরে রপ্তানির লক্ষ্যে তারা গ্যাস উত্তোলন বৃদ্ধি করতে যাচ্ছে।
ইসরায়েলের জ্বালানি মন্ত্রণালয় ইতোমধ্যে দেশটির সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে এ গ্যাস রপ্তানির বিষয়ে অনুমোদন দিয়েছে। যদিও বিষয়টি নিয়ে এখনই কোনো মন্তব্য করতে রাজি নয় মিশরের পেট্রোলিয়াম বিষয়ক মন্ত্রণালয়।