খুলনার রূপসা থেকে অপহৃত এক স্কুলছাত্রীকে রাজশাহীর বাঘা থেকে উদ্ধার করেছে পুলিশ। একই সাথে অপহরণকারী আব্দুল জাব্বারকেও আটক করা হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যার পর উপজেলা সদরের একটি মার্কেট থেকে বাঘা থানা পুলিশ তাদের আটক করে।
অভিযোগ সূত্রে জানা গেছে, খুলনার রূপসা থানা এলাকার দশম শ্রেণি পড়ুয়া এক স্কুলছাত্রীর (১৬) সাথে মোবাইল ফোনে যোগাযোগ হয় রাজশাহীর বাঘা উপজেলার মুশিদপুর গ্রামের আবুল কাশেমের ছেলে আব্দুল জাব্বারের (২৬)। এই যোগাযোগের সূত্র ধরে আব্দুল জাব্বার চলতি মাসের ১৭ তারিখ দুপুরে তাকে অপহরণ করে বাঘা নিয়ে আসে।
এ ঘটনায় ওইদিন সন্ধ্যায় রূপসা থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা রেকর্ড করা হয়। সেই মামলার সূত্র ধরে ঘটনার ৫ দিন পর শনিবার সন্ধ্যায় বাঘা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অপহৃত স্কুলছাত্রীসহ অপহরণকারীকে আটক করে।
বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জানান, অপহৃত স্কুলছাত্রী এবং অপহরণকারী আব্দুল জাব্বারকে রবিবার দুপুরে খুলনার রূপসা থানা পুলিশের উপপুলিশ পরিদর্শক (এসআই) ইকবাল হোসেনের কাছে হস্তান্তর করা হয়েছে। এ সময় অপহৃতের বড় বোনও সঙ্গে ছিলেন।
এ বিষয়ে জানতে চাইলে রূপসা থানা পুলিশের উপপুলিশ পরিদর্শক (এসআই) ইকবাল হোসেন জানান, মামলার ভিত্তিতে তাদের আটক করেছে বাঘা থানা পুলিশ। আমরা সঙ্গীয় ফোর্স এসে তাদের নিয়ে যাচ্ছি। আগামীকাল উভয়কে আদালতে প্রেরণ করবো।