চীনের জিয়াংজি শহরের ২২ বছরের তরুণ জি মৌবিংয়ের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে তিনি একটি দামি বিএমডাব্লিউ গাড়িতে চাবি দিয়ে ইচ্ছা করে ঘষা দিয়ে দাগ ফেলেছেন। জি এই অভিযোগ স্বীকার করে নিয়ে বলেছেন, ‘দোকানের জিনিস নষ্ট করলে দোকানদাররা সেটা কিনতে বাধ্য করেন—এটা আমি জানতাম। ওই ভাবনা থেকেই আমার বাবা যেন বাধ্য হয়ে এই গাড়িটি আমাকে কিনে দেন, সে জন্য এতে দাগ দিয়েছি।’
নভেম্বর মাসের ২৫ তারিখে জি বিএমডাব্লিউ গাড়ির শোরুমে যান। তিনি খুব উত্ফুল্ল ছিলেন। জি সদ্যই গাড়ি চালানোর ড্রাইভিং লাইসেন্স পেয়েছিলেন। সেই খুশিতে জি-এর বাবা তাঁকে একটি গাড়ি কিনে দেওয়ার ঘোষণা দেন। কেমন গাড়ি কেনা যায় এটা দেখার জন্যই তিনি শোরুমে আসেন। সেখানে একটি গাঢ় নীল রঙের বিএমডাব্লিউ তাঁর পছন্দ হয়। তত্ক্ষণাৎ তিনি তাঁর বাবাকে ফোন করেন; কিন্তু জি-এর বাবা সেই গাড়িটি কিনে দেবেন না বলে জানান। বাধ্য হয়ে জি সেই গাড়িতে চাবির দাগ ফালান যেন দোকানদার তাঁর বাবাকে গাড়িটি কিনতে বাধ্য করেন। ব্যাপারটি শেষে পুলিশ পর্যন্ত গড়িয়েছে। সিসিটিভির ফুটেজ দেখে ঘটনার সত্যতা পাওয়া গেছে। এই গাড়িটা জি শেষ পর্যন্ত কিনতে পারবেন কি না নিশ্চিত করে বলা যাচ্ছে না, কারণ আপাতত পুলিশ হেফাজতে নিয়েছে তাঁকে।