Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শনিবার, মে ২০২৫ | ২০ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

কন্যা সন্তান পিতা মাতার জন্য আশীর্বাদ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০১৯, ০৯:৩৮ PM
আপডেট: ২১ ডিসেম্বর ২০১৯, ০৯:৩৮ PM

bdmorning Image Preview
সংগৃহীত


পাখিটা তখন আমার সহধর্মিনীর সঙ্গে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে, সময় তখন কয়েক মাস চলে। থাইল্যান্ডের লেডি ডাক্তার বললেন তুমি কি জানতে চাও তোমার ছেলে না মেয়ে হবে?

আমি বললাম নাহ্! সে একটু আশ্চর্য হয়ে দেখলো আমায়। আমার স্ত্রীকেও আমি বলেছিলাম প্লিজ আমাকে জানিওনা কি হবে!

আমি আমার প্রাণপ্রিয় মাকে হারিয়েছিলাম, আমার অবচেতন মন বারবার কড়া নেড়ে জানাচ্ছিল আমার মেয়ে হবে। মহান রাব্বুল আলামিন খুশি হলে বান্দাকে কন্যা সন্তান দান করেন। আমি পাপী বান্দাকে সেই বরকত থেকে বঞ্চিত করা হয়নি।

আমার ছোট্ট মা যেদিন পৃথিবীতে এলো আমার চোখ ভেসে যাচ্ছিল জলে, নিজের মাকে ভেবে কাঁদছিলাম। কন্যা সন্তানের কানে নাকি আজান দিতে হয় না, আমি দিয়েছিলাম। আমি অনুভব করেছি, করছি বাবা মা আসলে কি! আমার মেয়েটা ওর মাকে পূর্ণ করেছে ভ্রূণাবস্থায় আর আমাকে পূর্ণ করেছে সময়ে সময়ে।

আমি যখন ওর চোখ দুটো দেখি, যখন ছবি দেখি আমার চোখ দিয়ে অনিয়ন্ত্রিতভাবে পানি আসতে থাকে.. মেয়েটার চেহারায় আমি প্রায়শই আমার মাকে খুঁজে পাই! বাবার ন্যাওটা হয়েছে মেয়েটা। রাতে প্রায় প্রতিদিনই বাবার বুকে এসে ঘুমুতে হবে।

ভোরে ঘুম ভেঙে গেলে বলবে “এই বাবা উটো (ওঠো), দাঁড়াও এবং তারপর দুই হাত দিয়ে বাবাকে জড়িয়ে ধরে ঘুমুবে আর বাবাকে হাঁটতে হবে। ঘুম জড়ানো বাবা তখন বেশিক্ষণ হাঁটতে পারে না আবার পাখিকে নিয়ে খাটে ঘুমিয়ে যায়। বাসার বাইরে কোথাও গেলে বাবার কোল ছাড়া আর কারো কাছে যাবে না আমার এই পাখি।

পাখিটা আমার আর ওর মায়ের ব্যক্তিত্বের অনেকখানিই পেয়েছে। যখন আমার বৈশিষ্ট্যগুলো ছোট্ট মায়ের মাঝে দেখি, তখন মনে হতে থাকে বড় স্বার্থক এই বেঁচে থাকা!

আমার সোনা পাখিটা আজ তিন (৩) বছর পূর্ণ করলো!

আমার চাওয়া এটুকুই মা “একজন মানবিক মানুষ হও” আল্লাহ যেন আমাকে আর তোমার মাকে তোমাকে সেভাবে গড়ে তোলার তৌফিক দান করেন! কোনো হিংসা, অহংকার যেন তোমায় স্পর্শ না করতে পারে মা..

উদার মনের একজন মানবিক মানুষ হয়ে আমাদের সকলকে সমৃদ্ধ করো ‘মা’

কন্যা সন্তান পিতা মাতার জন্য আশীর্বাদ; এই আশীর্বাদ দিয়ে সর্বশক্তিমান সবাইকে ঋদ্ধ করুন!

(ফেসবুক থেকে সংগৃহীত)

লেখক: ইফতেখায়রুল ইসলাম
অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (প্রশাসন), ওয়ারী বিভাগ, ডিএমপি, ঢাকা।

Bootstrap Image Preview