Bootstrap Image Preview
ঢাকা, ১৮ শুক্রবার, জুলাই ২০২৫ | ৩ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ডিসেম্বরে আরেকটি, জানুয়ারিতে আসছে ‘ভয়াবহ’ শৈত্যপ্রবাহ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০১৯, ০৯:১৯ PM
আপডেট: ২১ ডিসেম্বর ২০১৯, ০৯:১৯ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


শেষ হলো এবারের প্রথম শৈত্যপ্রবাহ, যা ছিল মৃদু ধরনের। তবে এর প্রভাবে এখনও তীব্র শীতে কাঁপছে দেশ। আগামী দু-তিন দিনের মধ্যে এ প্রভাব কেটে যেতে পারে। এরপর ২৭ থেকে ২৮ ডিসেম্বরের দিকে তাপমাত্রা আবার কমে যেতে পারে। হতে পারে মৃদু শৈত্যপ্রবাহ। ডিসেম্বরের চেয়ে তুলনামূলকভাবে প্রভাবশালী শৈত্যপ্রবাহ আসতে পারে জানুয়ারির প্রথম সপ্তাহে। এ সময় মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ হতে পারে।

শনিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

এ বিষয়ে এক আবহাওয়াবিদ বলেন, ‘২৫ ডিসেম্বরের দিকে বৃষ্টি হতে পারে। বৃষ্টির পর রাতের তাপমাত্রা কমে যেতে পারে। সেক্ষেত্রে বিক্ষিপ্তভাবে মৃদু আকারে শৈত্যপ্রবাহও আসতে পারে। ২৭ থেকে ২৮ ডিসেম্বরের দিকে এই শৈত্যপ্রবাহ আসতে পারে।’

তিনি বলেন, ‘জানুয়ারির প্রথম সপ্তাহে আরও একটা শৈত্যপ্রবাহ আসতে পারে। এটি হতে পারে মাঝারি ধরনের।’

Bootstrap Image Preview