Bootstrap Image Preview
ঢাকা, ১৮ শুক্রবার, জুলাই ২০২৫ | ৩ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

কেরানীগঞ্জে ধর্ষণের পর শিশুকে হত্যা!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০১৯, ০৯:১৪ PM
আপডেট: ২১ ডিসেম্বর ২০১৯, ০৯:১৪ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন তেঘরিয়া ইউনিয়নের ইকুরিয়া বেয়ারা এলাকায় থেকে অজ্ঞাতনামা শিশুর (৯) লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। শনিবার দুপুরে পুলিশ নিহত শিশুর লাশ উদ্ধার শেষে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ মিটফোর্ড হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

জানা যায়, টাগার এলাকায় বিলের মধ্যে অজ্ঞাতনামা এক মেয়ে শিশুর লাশ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। পরে তারা বিষয়টি স্থানীয় ইউপি সদস্যকে জানালে ইউপি সদস্য ঘটনাস্থলে গিয়ে মেয়ে শিশুর লাশ পড়ে থাকতে দেখেন। তিনি থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। এই প্রতিবেদন লেখার আগ পর্যন্ত শিশুর পরিচয় পাওয়া যায়নি।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সাক্রাতুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে মেয়ে শিশুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। মেয়েটির বয়স আনুমানিক ৯ বছর হবে। তার পরনে ছিল টিয়া রঙয়ের জামা ও খয়েরি রঙয়ের সেলোয়ার। লাশের পাশে একটি শার্ট পাওয়া গেছে। শার্ট হয়ত ধর্ষকের বা হত্যাকারীর হতে পারে।

ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ হাসান সরদার বলেন, খবর শুনে আমি ঘটনাস্থলে গিয়ে নিহত শিশুর লাশ দেখি। লাশ দেখার পর ধারণা করা হচ্ছে শিশুটিকে কোনো কিছুর প্রলোভন দেখিয়ে এনে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। তবে ময়নাতদন্ত প্রতিবেদন না আসা পর্যন্ত নিশ্চিত হয়ে কিছুই বলা যাচ্ছে না।

Bootstrap Image Preview