আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রধান কৌঁসুলি ফাতাও বেসসৌদা মুসলিম অধ্যুষিত ফিলিস্তিনে ইহুদীবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েল কর্তৃক যুদ্ধাপরাধ সংঘটনের অভিযোগ নিয়ে পূর্ণ তদন্ত শুরু করার কথা জানালেন।
ফিলিস্তিনের গাজায় ২০১৪ সালে হওয়া যুদ্ধের বিগত পাঁচবছর ধরে চলমান তদন্তের ধারাবাহিকতায় তিনি শুক্রবার (২০ ডিসেম্বর) এই কথা বলেন।
এদিকে ইহুদীবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েল ও আমেরিকা প্রধান কৌঁসুলির ঘোষণার প্রেক্ষিতে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। বিষয়টিকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিন। ২০০২ সালে আদালতটি গঠিত হওয়ার পর থেকে ইসরায়েল এখনও এতে স্বাক্ষর করেনি।
এক বিবৃতিতে দ্য ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের (আইসিসি) কৌঁসুলি ফাতাও বেসসৌদা বলেন, ফিলিস্তিন পরিস্থিতি নিয়ে পূর্ণ তদন্ত এগিয়ে নেয়ার যৌক্তিক কারণ রয়েছে। পূর্ব জেরুজালেম ও গাজা উপত্যকাসহ পশ্চিম তীরে যুদ্ধাপরাধ সংঘটিত হয়েছে, কিংবা হচ্ছে। ওই এলাকাকে আওতাধীন অঞ্চল হিসেবে রায় দিতে তিনি আইসিসিকে বলবেন বলে জানান।
এদিকে আইসিসি’র বিবৃতির পর ইহুদীবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র আমেরিকার পররাষ্ট্র মন্ত্রী মাইক পম্পেও বলেন, ইসরাইলকে অন্যায্যভাবে টার্গেট করবে এমন যেকোনো পদক্ষেপের আমরা তীব্র বিরোধিতা করছি। তিনি বলেন, ফিলিস্তিনকে আমরা একটি সার্বভৌম রাষ্ট্র মনে করছি না। এ কারণে, আন্তর্জাতিক সংস্থাসমূহে পূর্ণ সদস্যপদ কিংবা অংশ নেওয়ার অবস্থায় ফিলিস্তিন নেই। বাসস।