Bootstrap Image Preview
ঢাকা, ০৬ মঙ্গলবার, মে ২০২৫ | ২২ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ইসরায়েলের যুদ্ধাপরাধ তদন্তে আইসিসি'র ঘষোণায় উদ্বিগ্ন নেতানিয়াহু

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০১৯, ১১:৪০ AM
আপডেট: ২১ ডিসেম্বর ২০১৯, ১১:৪০ AM

bdmorning Image Preview


ফিলিস্তিনি ভূখণ্ডে দখলদার ইসরায়েলের যুদ্ধাপরাধের সম্পূর্ণ বিষয়টি তদন্ত করবে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। সংস্থাটির প্রধান কৌঁসুলি ফাতো বেনসুদা বলেছেন, ‘ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে দ্রুত এই গুরুত্বপূর্ণ তদন্তকাজ শুরু হবে। ফিলিস্তিনি কর্তৃপক্ষের করা অভিযোগের ভিত্তিতে আমরা এই সিদ্ধান্তটি নিয়েছি।’

শুক্রবার (২০ ডিসেম্বর) এক বিবৃতিতে বেনসুদা বলেন, ‘পূর্ব জেরুজালেমসহ, পশ্চিম তীর ও দখলকৃত গাজা উপত্যকায় যুদ্ধাপরাধ সংঘটিত হয়েছে এবং বর্তমানেও হচ্ছে। যেহেতু ফিলিস্তিনি অঞ্চল থেকে এই তদন্তের জন্য অনুরোধ করা হয়েছে, তাই এটি শুরু করতে বিচারকদের কোনো অনুমোদনের প্রয়োজন নেই।’

এ দিকে আইসিসির এমন আকস্মিক সিদ্ধান্তের পর ক্রুদ্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে ইসরায়েল। ইহুদিবাদি এই রাষ্ট্রটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, ‘এমনটা করার কোনো এখতিয়ার তাদের (আইসিসি) নেই। কেননা ইসরায়েল আইসিসির সদস্য নয়।’

নেতানিয়াহুর ভাষায়, ‘এটা সত্য ও ন্যায়বিচারের জন্য একটি কালো দিন। আইসিসির এই সিদ্ধান্ত ভিত্তিহীন ও ভয়ানক।’

অপর দিকে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করে বলেছেন, ‘ফিলিস্তিনিদের কারসাজির দ্বারা প্রভাবিত হয়েছেন আইসিসির এই কৌঁসুলি। কেননা তারা আদালতটিকে উইপেনাইজ করতে চাইছে।’

Bootstrap Image Preview