Bootstrap Image Preview
ঢাকা, ১৮ শুক্রবার, জুলাই ২০২৫ | ৩ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বিয়ে করতে এসে বিপাকে বর

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০১৯, ১০:২২ AM
আপডেট: ২১ ডিসেম্বর ২০১৯, ১০:২২ AM

bdmorning Image Preview


কনের বাড়িতে বিয়ের আয়োজন পুরোদমে চলছে। বর পক্ষও এসে গেছে। কাজিও হাজির। এবার শুধু বিয়ের আনুষ্ঠানিকতা। এমন সময় বিয়ে বাড়িতে পুলিশ এসে বরকে গ্রেপ্তার করে থানায় নেওয়া। পরে থানাতেই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। থানাতেই বর কাবিননামায় স্বাক্ষর করেন।

নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের বাকা গ্রামের একটি বিয়ে বাড়িতে এ ঘটনা ঘটে। একই গ্রামের মালেক মোল্লার মেয়ে রিনি খানমের সাথে একই ইউনিয়নের হামারোল গ্রামের নজরুল ইসলাম খার ছেলে জিম খার (২৭) বিয়ে হচ্ছিলো।

স্থানীয়রা জানান, আজ বাকা গ্রামের মালেক মোল্লার মেয়ের সঙ্গে একই ইউনিয়নের হামারোল গ্রামের নজরুল ইসলামের ছেলে জিমের (২৭) বিয়ে হচ্ছিলো। তবে, তিন বছর আগের তিন মারামারির মামলায় বর জিমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। এতদিন সে পালিয়ে ছিল। আজ সে বিয়ে করতে আসলে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বিয়ের আসর থেকে বর জিমকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। পরে থানাতেই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আমানুল্লাহ বারী ঘটনাটি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত জিমের বিরুদ্ধে লোহাগড়া থানার মামলা নং-২ তাং ০৬/০৯/১৭, মামলা নং-২৯ তাং ৩০/১২/১৭ এবং মামলা নং-১১ তাং ০৯/০৯/১৭-এই তিনটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। সে প্রায় তিন বছর পলাতক ছিল। পুলিশের চোখ ফাঁকি দিয়ে সে বিয়ে করছিল। খবর পাওয়ার পর তাকে গ্রেপ্তার করা হয়। এদিকে বিয়ের আসর থেকে বরকে গ্রেপ্তার করায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Bootstrap Image Preview