Bootstrap Image Preview
ঢাকা, ০৬ মঙ্গলবার, মে ২০২৫ | ২২ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সৌদির কারণে ওআইসি সম্মেলনে আসেনি পাকিস্তান: এরদোগান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০১৯, ০৯:৫৬ AM
আপডেট: ২১ ডিসেম্বর ২০১৯, ০৯:৫৯ AM

bdmorning Image Preview


সৌদি আরবের অর্থনৈতিক নিষেধাজ্ঞার হুমকিতে কুয়ালালামপুরে ইসলামী সম্মেলনে অংশ নেয় নি পাকিস্তান। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান এ মন্তব্য করেছেন। শুক্রবারে ডেইলি সাবাহ'র বরাত দিয়ে এই প্রতিবেদন প্রকাশ করেছে ডন।

এরদোগান বলেছেন, কুয়ালালামপুরে সম্মেলন অংশ না দিতে বাধ্য হয়েছে পাকিস্তান। কেননা সৌদি আরব পাকিস্তানকে অর্থনৈতিক সমর্থন তুলে নেয়ার হুমকি দিয়েছে।

তিনি আরও বলেন, দুর্ভাগ্যক্রমে, আমরা দেখতে পাচ্ছি, সৌদি আরব পাকিস্তানকে চাপ দিচ্ছে। দেশটি পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের ব্যাপারে প্রতিশ্রুতি দিয়েছে। এর থেকে বড় ব্যাপার হল, ৪০ লাখ পাকিস্তানি সোদি আরবে কাজ করে। সৌদি হুমকি দিয়ে বলেছে পাকিস্তানিদের ফেরত পাঠাবে এবং এর পরিবর্তে বাংলাদেশি লোকদের নিয়োগ দিবে।

তবে কুয়ালালামপুরে বৈঠকে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের অংশ না নেয়া সম্পর্কে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মোহাম্মদ মাহাথির বলেছেন, এটা তার (ইমরান খান) পছন্দ। আমরা তাকে জোর করতে পারি না। ইসলামে কোন বাধ্যবাধকতা নেই। তিনি বলেন, হয়ত ব্যক্তিগত কোন কারণে তিনি আসতে পারছেন না।

কুয়ালালামপুরের গত বুধবার থেকে শুরু হওয়া চার দিন ব্যাপী সম্মেলনে ৫২ টি দেশের ৪০০ মুসলিম নেতা, বুদ্ধিজীবীরা উপস্থিত আছেন। তবে এতে সৌদি আরবকে আমন্ত্রণ জানানো হয় নি বলে খবরে বলা হয়।

Bootstrap Image Preview