Bootstrap Image Preview
ঢাকা, ১৮ শুক্রবার, জুলাই ২০২৫ | ২ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

তীব্র শীতে আগুন পোহাতে গিয়ে রংপুরে দগ্ধ ৮

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০১৯, ০৩:০৫ PM
আপডেট: ২০ ডিসেম্বর ২০১৯, ০৩:০৫ PM

bdmorning Image Preview


রংপুরে তীব্র শীতে খড়কুটো জ্বালিয়ে আগুন পোহাতে গিয়ে এক অন্তঃসত্ত্বাসহ ৮ জন দগ্ধ হয়েছেন। গত ৪৮ ঘণ্টায় অগ্নিদগ্ধের এ ঘটনা ঘটে। তাদের মধ্যে পাঁচজন নারী ও এক শিশু। দগ্ধরা রংপুর মেডিকেল কলেজে হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।

অগ্নিদগ্ধরা হলেন- রংপুরের পীরগাছায় গর্ভবতী নারী ফরিদা বেগম, রংপুরের পাশারিপাড়া এলাকার রোকেয়া বেগম, দিনাজপুরের খানসামা এলাকার শামসুন্নাহার, ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের আলেমা বেগম, কুড়িগ্রামের নুরনাহার, রংপুরের পীরগঞ্জের হালিমা খাতুন। 

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন প্লাস্টিক সার্জারিতে কর্মরত চিকিৎসক ডা. সোহানুর রহমান শুভ জানান, অগ্নিদগ্ধদের মধ্যে রংপুরের ৪ জন, ঠাকুরগাঁওয়ের ৩ জন এবং দিনাজপুরের একজন রয়েছেন।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক ডা. এমএ হামিদ জানান, শীত নিবারণের জন্য আগুন পোহাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে এ পর্যন্ত ৮ জন নারী রমেক হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে।

Bootstrap Image Preview