Bootstrap Image Preview
ঢাকা, ১৮ শুক্রবার, জুলাই ২০২৫ | ২ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

হর্ন বাজিয়ে জরিমানা দিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০১৯, ০৯:৩৪ AM
আপডেট: ২০ ডিসেম্বর ২০১৯, ০৯:৩৪ AM

bdmorning Image Preview


সচিবালয় এলাকায় হর্ন বাজানোর অপরাধে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিবের গাড়ি আটক করে ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। তার সঙ্গে আরও ১৪ জনকে জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের দায়িত্বরত ম্যাজিস্ট্রেট কাজী তামজিদ আহমেদ এ জরিমানা আদায় করেন।

কাজী তামজিদ আহমেদ জানান, সচিবালয়ের সামনের রাস্তায় জনপ্রশাসনের এক উপসচিব গাড়ি নিয়ে যাওয়ার সময় হর্ন বাজান। এ অপরাধে তার গাড়ি আটক করা হয়। এ সময় উপসচিব নিজেই গাড়ির ড্রাইভিং সিটে বসা ছিলেন।

তবে ওই উপসচিবের নাম প্রকাশ করেননি ভ্রাম্যমাণ আদালতের দায়িত্বরত ম্যাজিস্ট্রেট। তিনি জানান, হর্ন বাজানোর অপরাধে জনপ্রশাসনের উপসচিবের কাছ থেকে ৫০০ টাকা জরিমানা হিসেবে আদায় করা হয়েছে।  

ভ্রাম্যমাণ আদালতের সচেতনতামূলক কার্যক্রমের আওতায় আজ প্রথম দিন মোট সাতটি গাড়ি ও আটটি মোটরসাইকেলচালককে সতর্কতামূলকভাবে সাড়ে চার হাজার টাকা জরিমানা করা হয়।

উল্লেখ্য, ১৭ ডিসেম্বর থেকে সচিবালয়ের চারপাশ অর্থাৎ জিরো পয়েন্ট, পল্টন মোড়, সচিবালয় লিংক রোড হয়ে জিরো পয়েন্ট এলাকাকে নীরব এলাকা বা ‘নো হর্ন জোন’ হিসেবে কার্যকর করার সিদ্ধান্ত গ্রহণ করে সরকার।

শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা ২০০৬ এর ধারা ৮ (২) অনুযায়ী, নিষেধাজ্ঞা অমান্য করে নীরব এলাকায় চলাচলকালে যানবাহনে কোনো প্রকার হর্ন বাজানোর অপরাধে দোষী সাব্যস্ত হলে অপরাধী অনধিক ৬ (ছয়) মাস কারাদণ্ড বা অনধিক ১০ হাজার টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারেন।

Bootstrap Image Preview